জানে ঈমান pdf বই ডাউনলোড। আল্লাহর আযাব তাদের জন্য নির্ধারিত। এ ব্যাপারে সন্দেহ প্রকাশকারীরাও কাফের। আল্লাহ পাক কোরান শরীফের মধ্যে হুযুর পাকের শানে অনেক আয়াত নাযিল করেছেন – সেগুলি পাঠ করলে ঈমানের সজীবতা আসে। মুসলমান! আপনাদের রব তায়ালা আপনাদের হুকুম দিয়েছেন—
“ইয়া আইয়ু হাল লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনযুর না ওয়াসমা’উ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলিম” [১ পারা সুরা বাক্কারা – আয়াত নং -১০৪ ] অর্থ : হে ইমানদারগন! রা-ইনা বলোনা এবং পরিবর্তে এভাবে আরয করো, ‘হুযুর আমাদের প্রতি কৃপাদৃষ্টি রাখুন।
অবতীর্ণ হবার কারণ : যখন হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে জ্ঞান ও উপদেশ দান করতেন, তখন মাঝে মাঝে তারা বলত ‘রা-ইনা ইয়া রাসুলাল্লাহ’ অর্থাৎ আমাদের দিকে লক্ষ্য করুন, কালাম পাককে ভালভাবে বোধগম্য হবার সময় দেন। ইহুদীদের পরিভাষায় ঐ শব্দটির মধ্যে বে-আদবী প্রদর্শিত হয়-যার কারণেই হয়তো কিছু মুনাফিক পর্যায়ের মুসলমান এর ব্যবহার শুরু করেছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
সা’ আদ বিন মো’ আয, ইহুদীদের এই ব্যবহারিক পরিভাষা সম্পর্কে জ্ঞাত ছিলেন। কয়েকজনের মুখে এই শব্দ শোনামাত্রই, তিনি বলে উঠেন “খোদার দুশমন, তোমাদের উপর আল্লাহর অমঙ্গল বর্ষিত হোক; পরবর্তীতে যদি এরূপ শুনি, তাহলে তোমাদের হত্যা করব”। ইহুদীরা বলে উঠে ‘আমাদের উপর আপনি শুধু শুধু হৃদয়হীন হচ্ছেন কেন? মুসলমানরাও এরূপ শব্দের ব্যবহার করে।
আলাইহি ওয়া সাল্লামের সম্মুখে মলীন হৃদয়ে উপস্থিত হলে, বর্ণিত আয়াতটি অবতীর্ণ হয়। যার মধ্যে ‘রা-ইনা’-এর ব্যবহার নিষিদ্ধ করে, তার স্থলে ‘উনযুর-না’ শব্দের ব্যবহারের কথা বলা হয়েছে। (খাযায়েল ইরফান)
হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে অগ্রগামী হওয়া নিষেধ :-
আল্লাহ পাক ঘোষনা করেন।
–
“ইয়া আউয়ু হাল লাজিনা আমানু লা তুকাদ্দিমু বায়না ইয়াদি ল্লাহি ও রসুলিহী, ওয়াত্তাক্কুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম”[ ২৬ পারা সুরা হুজুরাত – আয়াত নং ১ ] অর্থ : হে ঈমানদারগণ! আল্লাহ ও তাঁর রসুলের অগ্রগামী হইও না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ শুনেন, জানেন।
• অবতীর্ণ হবার কারণ : কিছু সংখ্যক লোক ঈদুল আযহার দিনে বিশ্বকুল সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বেই কুরবাণী করে নিলে তাদেরকে নির্দেশ দেওয়া হল যেন তারা কুরবাণী পুনরায় করেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কিছু লোক রমযানের একদিন পূর্বেই রোযা রাখা আরাম্ভ করে দিতো। তাদের প্রসঙ্গে এ আয়াত অবতীর্ন হয়েছে। আর নির্দেশ দেয়া হয়েছে “রোযা পালনের ক্ষেত্রে আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অগ্রগামী হইও না।
নিচে জানে ঈমান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | রেজবী অ্যাকাডেমী |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 11 MB |
প্রকাশ সাল | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল মোস্তাফা সাহেব হাশমাতী |
বইয়ের অনুবাদকঃ | মুফতি নুরুল আরেফিন রেজবী আজঃ |