জামাআতবদ্ধ জীবন যাপনের অপরিহার্যতা pdf বই। মুসলিম উম্মাহকে সর্বদা জামাআত‘বদ্ধ হয়ে সুশৃংখল জীবন যাপন করার নির্দেশ দান করা হয়েছে। বিচ্ছিন্ন জনতা একটি বিশেষ লক্ষ্যে একজন নেতার অধীনে সংঘবদ্ধ হলেই তাকে জামাআত বলে। জামাআত গঠনের প্রধান শর্ত হল নেতৃত্ব ও আনুগত্য। মসজিদ ভর্তি মুছল্লী থাকলেও যদি ইমাম না থাকে, তাকে যেমন জামাআত বলা হয় না। তেমনি মুক্তাদীবিহীন ইমামকেও ইমাম বলা হয় না।
সেকারণ তিনজনে একটি সফরে বের হলেও সেখানে একজনকে আমীর নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। জামাআতে ছালাত হল জামাআতবদ্ধ জীবনের দৈনন্দিন প্রশিক্ষনের অংশ। জামাআত চলা অবস্থায় ইমামের আনুগত্য না করলে যেমন মুক্তাদীর ছালাত কবুল হয় না।
আরও দেখুনঃ তাবলীগ জামাআত pdf বই ডাউনলোড
জামাআতবদ্ধ জীবনে আমীরের আনুগত্য না করলে হাদীছের ভাষায় তার মৃত্যু হয় জাহেলিয়াতের মৃত্যু। জামাআতবদ্ধ জীবন মানুষের স্বভাব ধর্মের অংশ একে অস্বীকার করা চিরন্তন সত্যকে অস্বীকার করার ন্যায়।পরিবার, সমাজ ও রাষ্ট্রে সর্বত্র নেতৃত্ব ও আনুগত্য রয়েছে। যা ব্যতীত সবই অচল। সেই সাথে রয়েছে। আনুগত্যের বিশ্বস্ততার জন্য শপথ গ্রহণের ব্যবস্থা।
রয়েছে শপথ ভঙ্গে শাস্তির ব্যবস্থা। তেমনি সুশৃংখলভাবে সংগঠন পরিচালনা ও সমাজ সংস্কারের গুরু দায়িত্ব পালনের স্বার্থে রয়েছে আমীরের নিকট আল্লাহর নামে আনুগত্যের বায়আত গ্রহণের ব্যবস্থা। যা সাধারণ অঙ্গীকারের উর্ধ্বে আল্লাহর সাথে সম্পৃক্ত।
আরও দেখুনঃ এসো নামাজ পড়ি pdf বই ডাউনলোড
তাই এর গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি। এক বিংশ শতাব্দীর নব্য জাহেলী যুগে মুসলমানদের টিকে থাকলে হলে মুসলিম উম্মাহকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরনের মাধ্যমে জামাআতবদ্ধ জীবন যাপন করতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম থাক বা না থাক মুসলমানদের ধর্মীয় ও।
সামাজিক জীবনে সর্বাবস্থায় জামাআত ও আমীর থাকা যরূরী। রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেন যে, অর্থাৎ তোমাদের উপর জামাআতবদ্ধ জীবন অপরিহার্য করা হল এবং বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হল (তিরমিযী হা/২১৬৫)। তিনি বলেন, জামাআতবদ্ধ জীবন হল রহমত এবং বিচ্ছিন্ন জীবন হল আযার ।
আরও দেখুনঃ ইসলামের নামে ভ্রান্ত আকিদা pdf বই ডাউনলোড
নিচে জামাআতবদ্ধ জীবন যাপনের অপরিহার্যতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.36 MB প্রকাশ সালঃ ২০১৭ বইয়ের লেখকঃ ড. হাফেজ বিন মুহাম্মাদ আল-হাকিম অনুবাদঃ মুহাম্মদ আব্দুর রহীমডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ