জামে আত তিরমিযী ২য় pdf বই ডাউনলোড। আবু যার রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি তখন কাবার ছায়ায় বসা ছিরেন। রাবী বলেন, তিনি আমাকে সামনের দিকে আসতে দেখে বলেনঃ কাবার প্রভু শপথ! তারা কিয়ামতের দিন বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় উপস্থিত হবে।
রাবী বলেন আমি মনে মনে বললাম, আমার কি হল, সম্ভবত আমার সম্পর্কে তারঁ উপর কিছু অবতীর্ণ হয়েছে। আমি বললাম, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক! এসব লোক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন; অধিক সম্পদ কুক্ষিগতকারীগণ, কিন্তু যারা এই, এই এই পরিমাণ দিয়েছে তারা ব্যতীত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- যঈফ আত তিরমিযী ২য় খন্ড pdf বই ডাউনলোড
- যঈফ আত তিরমিযী ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ড. মুক্তাদা হাসান আযহারী pdf বই ডাউনলোড
- আত তারগীব ওয়াত তারহীব pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ১ম খন্ড pdf বই ডাউনলোড
তিনি সামনে, ডানে ও বাঁয়ে হাতের ইশারা করলেন। অতঃপর তিনি বলেনঃ সেই সত্তার শপত, যাঁর হাতে আমার জীবন! যে ব্যক্তি এমন উট অথবা গরু রেখে মারা গেল যার যাকাত সে আদায় করেনি, কিয়ামতের দিন সেগুলো পূর্বাবস্থার চেয়ে অধিক মোটাতাজা হয়ে তার কাছে আসবে এবং নিজেদের পায়ের ক্ষুর দিয়ে তাকে পিষ্ট করবে এবং শিং দিয়ে গুঁতো মারবে। সর্বশেষ জন্তুটি, চলে যাওয়ার পর পুনরায় প্রথম জন্তুটি আসবে। মানুষের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত শাস্তির এ ধারা অব্যাহত থাকবে- বু, মু।
আবু হুরায়রা রাঃ থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে। আলী রাঃ বলেন, যাকাত অস্বীকারকারীকে অভিসম্পাত করা হয়েছে। আবূ ঈসা বলেন, আবু যারের হাদীসটি হাসান ও সহীহ। আবু যার রা-এর নাম জুনদুব ইবনুস সাকান, কারো মতে ইবনে জুনাদা। দহহাক ইবনে মুযাহিম বলেন, যার দশ হাজার দিরহাম। রয়েছে সেই অধিক সম্পদশালী। এই হাদীসের এক রাবী আব্দুল্লাহ ইবনে মুনীর মারওয়াযী একজন নিষ্ঠাবান লোক।
যখন তুমি যাকাত পরিশোধ করে দিলে, তোমার উপর আরোপিত ফরজ আদায় করলে? আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি যখন তেহামার মালের যাকাত পরিশোধ করলে, তোমার দায়িত্ব তুমি পালন করলে-ই । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব। আশা করি আপনাদের বইটি অনেক উপকারে আসবে এবং উপকৃত হবেন। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে জামে আত তিরমিযী ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বাংলাদেশ ইসলামিক সেন্টার |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.5 MB |
প্রকাশ সালঃ | 1996 সাল |
বইয়ের লেখকঃ | ইমাম আবু ঈসা তিরমিযী রহ |
অনুবাদকঃ | মুহাম্মাদ মূসা |