জাম আতে সালাত আদায় pdf বই ডাউনলোড। জামাআতে সালাত আদায়ের অর্থ: সালাত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে দোআ। আল্লাহ তাআলা বলেন: অর্থাৎ তুমি তাদের জন্য দোআ করো। নিশ্চয় তোমার দোআ তাদের জন্য শান্তি স্বরূপ। (সূরা আত-তাওবাহ, আয়াত: ১০৩) । আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে খাবারের দাওয়াত দেওয়া হলে সে যেন উক্ত দাওয়াতে উপস্থিত নয়।
অতঃপর সে যদি সাওম পালনকারী হয়ে থাকে তাহলে সে যেন মেজবানের জন্য বরকত, কল্যাণ ও মাগফিরাতের দোআ করে। আর যদি সে সাওম পালনকারী না হয়ে থাকে তাহলে সে যেন উক্ত খাবার গ্রহণ করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ছহীহ কিতাবুদ দোআ pdf বই ডাউনলোড
- রাতের সালাত pdf বই ডাউনলোড
- ভেদে মারেফাত pdf বই ডাউনলোড
- অশ্রুর বারিধারা pdf বই ডাউনলোড
- শাবান ও শবে বরাত pdf বই ডাউনলোড
কারোর ব্যাপারে আল্লাহ তাআলার সালাত মানে ফিরিশতাগণের নিকট তার ভূয়সী প্রশংসা করা। আর ফিরিশতাগণের পক্ষ থেকে কারোর জন্য সালাত মানে তার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোআ করা আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা ফিরিশতাগণের নিকট নবী সাল্লাল্লাহু আালাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন এবং তারঁ ফিরিশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোআ করেন। অতএব, হে মুমিনগণ তোমরাও তারঁ জন্য দোআ করো।
এবং তার ওপর সালাম পাঠাও (সূরা আল-আহযাব, আয়াত: ৫৬) । শরিয়াতের পরিভাষায় সালাত বলতে এমন এক ইবাদাতকে বুঝানো হয় যা হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তারঁ সাওয়াবের আশায় এবং যাতে রয়েছে বিশেষ কিছু কথা ও কাজ যার শুরু তাকবীর দিয়ে এবং শেষ সালাম দিয়ে। যা আমাদের নিকট সালাত নামেই অধিক পরিচিতি।
উক্ত সালাতকে সালাত এ জন্যই বলা হয় কারণ, তাতে উভয় প্রকারেরই দোআ রয়েছে। তার একটি হচ্ছে আল্লাহ তাআলা পক্ষা থেকে কোনো ফায়েদা হাসিল কিংবা কোনো ক্ষতিও লোকসান অথবা বিপদ থেকে রক্ষা তথা যে কোনো প্রয়োজন পূরণের দোআ। যাকে সরাসরি প্রার্থনা তথা চাওয়া-পাওয়ার দোআই বলা হয়। আর দ্বিতীয়টি হচ্ছে ইবাদাতের দোআ তথা ক্বিয়াম, কিরাত রুকু ও সাজদাহর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাওয়াবের আশা করা। যার মূল লক্ষ্যও আল্লাহ তাআলার মাগফিরাতের হয়ে থাকে।
জামাআত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কোনো জিনিসের আধিক্য তেমনিভাবে কিছু সংখ্যক মানুষ কোনো উদ্দেশ্য নিয়ে কোথাও একত্রিত হওয়াকে ও জামাআত বলে্ আখ্যায়িত করা হয়। শরীআতের পরিভাষায় জামাআত বলতে সালাত আদায়ের উদ্দেশ্যে দু ইমাম ও মুক্তাদি বা ততোধিক ব্যক্তির মসজিদ অথবা সেরূপ কোনো জায়গায় একই সময়ে একত্রিত হওয়াকে বুঝানো হয়। মূলত: সালাত এমন একটি গুরুত্বপূর্ণ রুকন যার মাহাত্ম্য কুরআন হাদীসে বিষদভাবে আলোচিত হয়েছে।
নিচে জাম আতে সালাত আদায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মোস্তাফিজুর রহমান ইবনে আব্দুল আযীয আল মাদানী |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।..!!