জার্মানি ভিসা রিজেক্ট কেন হয়েছেন?
সম্প্রতি জার্মানি ভিসা রিজেক্ট এর সংখ্যা বাড়ছে। কারণ জার্মানীতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা বেশ লক্ষনীয়। আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাবার সাথে সাথে বাড়ছে জার্মানি ভিসা রিজেক্ট কিংবা রিফিউজালের সংখ্যা। কেন রিফিজাল বা রিজেকশন হয় সে ব্যপারে অনেক কারন উল্লেখ করা যেতে পারে ।
যেমন কাগজ পত্রের সমস্যা, ভিসা ইন্টারভিউ, ভিসা দেবার মত যথেস্ট সময় না থাকা ইত্যাদি। তবে রিজেকশন বা রিফিউজাল পেলে কি করবেন? উত্তর আপিল করব। আপিল কি করে করবেন? এমন প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই পোস্টে।
আরও দেখুনঃ ১১৮৭ টি গানিতিক সূত্র
যারা রিফিউজাল বা রিজেক্ট হয়েছেন তারা নিশ্চয় জানেন যে আপনার পাসপোর্ট ফিরিয়ে দেবার সময় এম্বাসি আপনাকে একটা সাদা কাগজ ধরিয়ে দেয় যেখানে স্পস্ট করে বলা থাকে আপনি কেন রিজেক্ট বা রিফিউজ হয়েছেন।
কারন গুলো খুব সুন্দর করে পয়েন্ট আউট করা থাকে। সেই কারনগুলোর কাউন্টার যুক্তি খুঁজে বের করেন । কেন এমন হয়েছে। যেমন ধরুন, আপনার ভিসা ইন্টারভিউয়ে তারা সন্তুষ্ট নয়, তারা বুঝতে পারেনি আপনার মোটিভেশন বা আপনি ভাল করে বুঝাতে পারেননি কেন জার্মানী যেতে চান। এ জন্য রিফিউজ করেছে।
আর পড়ুনঃ সাইফুর’স এর Synonym Antonym
জার্মানি ভিসা রিজেক্ট খেলে কি করবেন?
কেন বুঝাতে পারেননি তার কারন ব্যাখ্যা করেন। যেমন , এই সমস্যার কারন হিসেবে আপনি স্ট্রেস বা নার্ভাস ছিলেন বা অসুস্থও ছিলেন এমন কিছু বলতে পারেন তবে অবশ্যই যুক্তিযুক্ত কারন হতে হবে । রিফিউজাল বা রিজেক্টশন লেটারে উল্লেখ করা সমস্যা গুলোর কেন হল সেসবের যুক্তিযুক্ত উত্তর দিয়ে একটা আপিল এপ্লিকেশন লিখে একটা খামে ভরে জার্মান এম্বাসির ২ নং গেটে গিয়ে জমা দিন।
খামের উপর আপনার পুর্নাঙ্গ নাম , পাসপোর্ট নম্বর এবং ভিসা ফাইল নম্বর, কন্টাক্স উল্লেখ করতে ভুলবেন নাহ। এখানে উল্লেখ্য যে, আপনার আপিল এপ্লিকিশনে উল্লেখ করা কারনগুলোকে আরো ভ্যালিট করার জন্য কোন ফাইল এট্যাচ করতে হলে অবশ্যই করবেন।
যদি সঠিক ভাবে সব সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই ফাইল জমা দেবার পরে এম্বাসি থেকে রিসপোন্স পাবেন ইনসাল্লাহ্।
আরও দেখুনঃ পরকালের পাসপোর্ট pdf বই ডাউনলোড
বি.দ্র: আপিল লেটারে অবশ্যই আরেকবার ইন্টারভিউ নেবার জন্য অনুরোধ করবেন। আপনার লেটারে যেন স্পস্ট হয় জার্মানীতে পড়ালেখা আপনার একমাত্র স্বপ্ন । না যেতে পারলে স্বপ্ন ভেঙ্গে যাবে।
পরিশেষে বলব , আপনার আপিল লেটারটা খুব ভাল রোল প্লে করে তাই যতটা মার্জিত ভাবে উপস্থাপন করা যায় তা করুন। আর যদি ২য় বার চান্স পান তবে আগের বারের করা ভুলগুলো শুধরে তারপর ইন্টারভিউ এ যাবেন ।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা এপ্লিকেশনের নমুনা দিচ্ছি। তবে অতিরিক্ত চালাকি করে আবার কেউ কপি পেস্ট কইরেন নাহ্। নিজের বুদ্ধি ব্যবহার করে লিখবেন। আর কপি পেস্ট করে বাঁশ খেলে আপনিই দায়ী থাকবেন।
Application Format:
To The Head of Visa Selection Embassy of the Federal Republic of Germany Madani Avenue, Dhaka, Bangladesh. Subject: Appeal against refusal of my application dated .. ( Visa interview Date).. regarding visa. Dear Concern, I have the honor to state that, myself ..(Name of yours).. and I faced my visa interview on ..(Date).. for the winter semester 2019 and also paid my documents verification fees on that day. My visa application file number is ..... Unfortunately, I was nervous and stressed about the visa interview because if I do any mistake then I can’t achieve my dream to study in Germany. As a result, I failed to elucidate my best in front of the visa interviewer. But at that time, I tried to give my best as much as possible. It is my dream to achieve a Bachelor of engineering degree from Germany which is known as the haven of Engineering. I worked hard for a long time to make my dream come true. I was successfully passed all the steps except getting a visa. If I get it than I can work to make my dream come true this year, otherwise I have to wait 1 year for next semester. I have fulfilled all the requirements for studying at the German University. My course language requirement is .... and I achieved the score. I wish to elucidate my best in front of the visa interviewer if you kindly grant me another opportunity. Warm regards, Your Name.
এই রিলেটেট কোন প্রশ্ন থাকলে অবশ্যই মেইল করুন
মহান স্রষ্টা আপনাদের জার্মান গমন সহজ করে দিন।। দোয়া করবেন আমার জন্য।🙂
মোঃ নাজমুল হাসান সজীব।
বি.এস.সি ইন কমনিকেশন এন্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং।
রাইনুভাই ইউনিভার্সিটি অফ এপ্লাইড সাইন্সেস,
নর্থ রাইন ভেস্টাফেলিয়া, জার্মানী।