জাহিলিয়াতের ইতিবৃত্ত pdf বই ডাউনলোড। যখন থেকে আদম -এর দুই ছেলের ভেতর বিরোধ সৃষ্টি হলো, সেই তখন থেকেই পৃথিবীর বুকে জাহিলিয়াতের সূচনা। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সভ্যতা অতিবাহিত হয়েছে। গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, চীনা সভ্যতা, ভারতীয় সভ্যতা, মধ্যযুগীয় খ্রিষ্ট সভ্যতা। এই প্রতিটি সভ্যতাই ছিল জাহিলিয়াতের ওপর প্রতিষ্ঠিত।
অতীতের প্রতিটি জাহিলি সভ্যতাকে পাড়ি দিয়ে এবং সেগুলোর নানা মাত্রিক প্রবণতাকে আত্মীকরণ করে বর্তমানে আধুনিক জাহিলিয়াতের তাণ্ডব চলছে। জাহিলিয়াত নির্দিষ্ট কোনো জমানার সাথে সম্পৃক্ত নয়। জাহিলিয়াত নির্দিষ্ট কোনো যুগের নামও নয়। জাহিলিয়াত কিছু বৈশিষ্ট্যের নাম।
যেই বৈশিষ্ট্যসমূহ পাওয়া গেলে যেকোনো যুগ, যেকোনো সভ্যতা, যেকোনো ব্যবস্থাপনাই জাহিলিয়াতে রূপ নিতে পারে। জাহিলিয়াতের প্রধান বৈশিষ্ট্য হলো, আল্লাহর দেওয়া বিধানের অক্ষ থেকে সরে যাওয়া এবং জীবনযাপনের মূলকেন্দ্র সেই অক্ষকে ঘিরে আবর্তিত না হওয়া ।
এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, আমরা এক জাহিলি সভ্যতায় বসবাস করছি; বরং আধুনিক এই জাহিলিয়াত ইতিহাসের যেকোনো জাহিলিয়াতের চেয়েও ভয়াবহ ও জঘন্য আকৃতির অধিকারী। তাই আধুনিক জাহিলিয়াত সম্পর্কে সচেতনতা লাভ করা বর্তমান প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যক বিষয়।
আজ ইউরোপে সৃষ্ট আধুনিক জাহিলিয়াতের করাল গ্রাসে গোটা মুসলিম জাতি আক্রান্ত। জাহিলিয়াতকেই তারা আজ সভ্যতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। আধুনিক জাহিলিয়াত তাদের এতটাই মোহগ্রস্ত আর বশীভূত করে রেখেছে যে, এর ধ্বংসলীলাকেই তারা আজ উন্নতি, প্রগতি আর সম্মান হিসেবে বরণ করে নিয়েছে।
নিচে জাহিলিয়াতের ইতিবৃত্ত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জাহিলিয়া যুগ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.25 MB |
প্রকাশ সালঃ | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ কুতুব |
বইয়ের অনুবাদকঃ | ইফতেখার সিফাত |