জিলহজ্জের প্রথম দশ দিন pdf বই ডাউনলোড। আল্লাহ আযযাওয়াজাল মাসসমূহ সৃষ্টি করেছেন আর রমাদানকে নির্ধারণ করেছেন তারঁ বান্দাদেরকে বাড়তি পুরস্কার দেওয়ার জন্য। ঠিক একইভাবে আল্লাহ যখন দিবস সৃষ্টি করলেন, তখন জিলহজ্জের প্রথম দশ দিনকে শ্রেষ্ঠত্ব দিলেন বাকি দিনগুলোর ওপর। ইবাদাতের এই মৌসুম অনেকগুলো উপকার নিয়ে আসে।
যেমন আমাদের ভূলগুলো শুধরানো সুযোগ, আমাদের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দান করার সুযোগ অথবা যে কারো যেকোনো হাতছাড়া হওয়া ইবাদত পূরণ করে নেওয়ার সুযোগ। অনেকে হয়তো রমাদান বা তার পরের কিছু ইবাদত। হাতছাড়া করে ফেলেছন আর পরে আফসোস করেছেন।
আরও দেখুনঃ সহজ ফরায়েয শিক্ষা pdf বই ডাউনলোড
এখন আমাদের সেই ইবাদতগুলো পুষিয়ে নেওয়ার একটা সুযোগ এল। বিশেষ বিশেষ সব সময়েরই কিছু না কিছু বিশেষ ইবাদত থাকে যে বান্দা তার রবের নৈকট্য অর্জন করতে পারে। অনুরূপভাবে জিলহজ্বের এই বিশেষ দিনগুলোরও এমন কিছু ইবাদত রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহুতালা তার বান্দাদের মধ্যে যাই ইচ্ছা নিজ অনুগ্রহ ও রহমন বর্ষন করেন।
প্রত্যেক মুমিন ব্যক্তির হজ করা ফরজ।
সন্তুষ্ট আর সফল তো সেই বান্দা যে কিনা এইসব বিশেষ মাস. দিন আর মুহুর্তগুলো সর্বোচ্চ কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। ফলে খুব সম্ভব সে আল্লাহর রহমত দ্বারা ছেয়ে যায় আর তার অন্তরে এই খুশি বিরাজ করে যে সে হয়তো আল্লাহর ইচ্ছায় জাহান্নামের ভয়াবহ আগুণ থেকে নিজেকে বাচাঁতে পেরেছে।
আরও দেখুনঃ ইলেকট্রনিক গেমস এবং কমার্শিয়াল সেন্টারের মহামারী pdf
এখন আসা জাক জিলহজ্বের দশ দিন হল হিজরী ক্যালেন্ডারের ১২তম মাস তথা জিলহজ্জের প্রথম দশ দিন। এই দিলগুলোই হল সেই সময়, যখন অধিকাংশ হাজী মক্কা সফর করেন এবং হাজ্জ সম্পন্ন করে থাকেন। এই দশ দিনে হাজীরা যেমন অধিক সাওয়াব লাভের সুযোগ পান, তেমনি যারা হাজ্জে যেতে পারে না তাদের ও
অন্যসব ইবাদাতের মাধ্যমে অধিক সাওয়াব হাসিল করে নেওয়ার সুযোগ থাকে। তাহলে এই দশ দিনের তাৎপর্য কি? ১. আল্লাগ আযযাওয়াজাল তারঁ কুরআনে উল্লেখ করার মাধ্যমে এই দিনগুলোকে সম্মানিত করেছেন, আল্লাহ তালা বলেন, যাতে তারা সাক্ষ্য হতে পারে তাদের জন্য কল্যাণকর বিষয়ের আখিরাতে এবং দুনিয়াতে হাজ্জের পুরস্কার ইত্যাদি ।
আরও দেখুনঃ ডাবল স্ট্যান্ডার্ড pdf বই ডাউনলোড
নিচে জিলহজ্জের প্রথম দশ দিন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 3.19 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শাইখ আহমাদ মূসা জিবরীল অনুবাদঃ আর-রিসালাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ