জিহাদে অর্থব্যয় pdf বই ডাউনলোড। ক্ষণিকের এই লীলাভূমিতে মানব সৃষ্টির মূল লক্ষ্যই হল অবনত মস্তকে বান্দা নিজেকে স্রষ্টার সামনে সপে দিবে। শরীয়তের ভাষায় যাকে বলে ইবাদাত। সন্ধানী দৃষ্টিতে তাকালে দেখা যায় ইবাদাত প্রধানত তিন প্রকার। ইতিকাদী তথা আকীদা সম্পর্কীয় , যা কেবল বিশ্বাসের সাথেই সম্পৃক্ত। বাহ্যিক ক্রিয়া-কর্মে এর সংশ্লিষ্টতা গৌন। তবে সর্ববস্থাই এর উপর অনড় থাকা আবশ্যক।
২. বদনী তথা শারীরিক ইবাদত, যা দেহের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত এবং এর পুনরাবৃত্তিও আবশ্যক। ৩. মালী তথা আর্থিক ইবাদত, যা স্বশ্রমে উপার্জন করে স্বহস্থে দানের মাধ্যমে সম্পাদন করা হয়।
আরও দেখুনঃ জিহাদি প্রশিক্ষণের গুরুত্ব pdf বই ডাউনলোড
চলমান পুস্তিকায় এই তৃতীয় প্রকারটিই সুধী মহলের জ্ঞাতার্থে তুলে ধরতে প্রয়াস পাব। কারণ, কালের আবহে সময়ের আবর্তে এবং যুগান্তরের ঘুর্ণিপাকে মানুষের মাঝে এ ব্যাপারে চরম উন্নাসিকতা পরিলক্ষিত হচ্ছে, দীর্ঘকাল পর আজ পশ্চিমা সভ্যতার গড্ডালিকা প্রবাহে মানুষ গান- বাজনা, সিনেমা, থিয়েটার ইত্যাদি নানা গর্হিত কর্মকান্ডে নিজেদের মহা মূল্য বান সময় ব্যয়ের পাশাপাশি হাড়ভাঙ্গা খাটনি খেটে অর্জিত অর্থও বুলিয়ে দিতে সারা প্রস্তুত।
কিন্তু লাইফ বীমা হিসাবে নিজেদের নামে পরকালীন ব্যাংকে কিছু জমা করতে তথা আল্লাহ রাহে জিহাদের জন্য ব্যয় করতে মোটেই ইচ্চুক নয়। অথচ এপথে ব্যয় যে কত উৎকৃষ্ট পাথেয়, তা বলাই বাহুল্য। আমি বহুদিন থেকেই চিন্তা করছিলাম যে, জিহাদের পথে অর্থ ব্যয়ের জন্য মুসলমান ভাইদের উৎসাহিত করার লক্ষ্যে কিছু লিখব।
আরও দেখুনঃ চেতনার বালাকোট pdf বই ডাউনলোড
কিন্তু বিভিন্ন ব্যস্ততা তার সুযোগ দিচ্ছিল না। একদিন হঠাৎ আমার শ্রদ্ধাবাজন বড় ভাই ও মুরুব্বী মুফতী আনাস সাহেব আমার হাতে পাকিস্তানের বিশিষ্ট লেখক ও মুজাহিদ হযরত মাওলানা ফজল মুহাম্মদ সাহেবের (দামাত বারকাতুহুম)।
রচিত দাওয়াতে জিহাদ কিতাব খানা তুলে দিয়ে বললেন, তুমি এর সাহায্যে জিহাদের পথে অর্থ ব্যয় সম্পর্কে কিছু লিখ। আমি উক্ত গ্রন্থটিকে সম্বল করে অনুবাদের মতই কিছু পরিবর্তনের সাথে পাঠক সমাজের সামনে উপস্থিত করেছি।
আরও দেখুনঃ কে সেই মুজাহিদে মিল্লাত pdf বই ডাউনলোড
নিচে জিহাদে অর্থব্যয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল জিহাদ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.53 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ সগীর বিন ইমদাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ