জীবিকার খোজেঁ
জীবিকার খোজেঁ pdf বই ডাউনলোড। জীবিকা হলো স্রষ্টা ও সৃষ্টির মধ্যে অন্যতম বড় পার্থক্য স্রষ্টা জীবিকার উর্ধ্বে, অন্যদিকে সৃষ্টিমাত্রই জীবিকার মুখাপেক্ষী। তাই ঈসা আঃ ও তারঁ মা মারইয়াম আঃ কে জড়িয়ে খ্রিষ্টানরা যে ত্রিত্ববাদের trinity ধারণা সৃষ্টি করে নিয়েছে।
তা নাকচ করার জন্য কুরআন শুধু এটুকু উল্লেখ করেছেন- তারাঁ উভয়েই খাবার খেতেন। অর্থাৎ, যে সত্তা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খাবারের মুখাপেক্ষী সে কিছুতেই স্রষ্টা হতে পারে না।
আরও দেখুনঃ সালাত আলবানি pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা সকল সৃষ্টির জীবিকা-দাতা; কিন্তু বিষয়টির মানে এই নয় যে, মানুষ কর্মযজ্ঞে অংশগ্রহণ না করে চুপচাপ বসে থাকবে, আর জীবিকা তার সামনে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। বিষয়টির তাৎপর্যপুর্ণ ব্যাখ্যা এসেছে নবি করিম সাঃ এর নিম্নোক্ত বক্তব্যে।
তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল বা ভরসা করতে, তা হলে তিনি তোমাদের সেভাবে জীবনোপরকরণ দিতেন, যেভাবে তিনি পাখিদের দিয়ে থাকেন: এরা ক্ষুধার্ত অবস্থায় সকালবেলা (বাসা থেকে ) বেরিয়ে যায়, আর সন্ধ্যায় ফিরে আসে ভরাপেটে।
আরও দেখুনঃ ইমাম মাহদির আগমন pdf বই ডাউনলোড
উপরিউক্ত হাদীসে পাখির কর্মপদ্ধতিকে সঠিক তাওয়াক্কুলের একটি উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে; পাখিরা বাসায় নিস্কর্মার মতো বসে না থেকে, তার রবের পক্ষ থেকে বরাদ্দকৃত জীবিকার সন্ধানে নেমে পড়ে। মানুষকে দুনিয়ার সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত করে রাখে যে জিনিসটি, তা হলো জীবিকা-অনুসন্ধান। একদল লোক জীবিকার পেছনে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে, তার কর্মজীবনে বৈধ অবৈধ মিলেমিশে একাকার হয়ে যায়।
জন্তু-জানোয়ারের বেচেঁ থাকাও তাদের বেচেঁ -থাকার মধ্যে বিশেষ কোনও পার্থক্য দেখা যায় না। আর যারা পরকালে নিজেদের রবের সামনে জবাবদিহির কাথা স্মরণে রাখে, তাদেরও একটি বিরাট অংশ বৈধ জীবিকার পেছনে এত সময় ব্যয় করে যে, পরকালের পর্যাপ্ত পাথেয় সংগ্রহ করার সময় আর তাদের হয়ে ওঠো না। এদের বিপরীতে রয়েছে আরেকটি প্রান্তিক দল, অলসতাই যাদের ধর্ম।
আরও দেখুনঃ হাদিসের বিশুদ্ধতা pdf বই ডাউনলোড
নিচে জীবিকার খোজেঁ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল বায়ান বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 8.24 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান শাইবানি অনুবাদঃ জিয়াউর রহমান মুন্সীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ