জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই। জুমআন দিনে মসজিদে খুৎবা চলাকালিন কথা বলা, আদেশ-নিষেধ করা, চাদাঁ উঠানো, কোন প্রকারের ইবাদত এমনকি তাহিয়্যাতুল মসজিদের নামাযও নিষেধ। । এ সময় নীরব থেকে ইমামের খুৎবা শুনতে হবে। বর্তমানে হাদীছের দাবীদার কিছু ব্যক্তি খুৎবার সময় তাহিয়্যাতুল মসজিদ পড়ার ওপর সীমাহীন গুরুত্ত্বারোপ করে বলছে।
যারা খুৎবার সময় নামায পড়তে নিষেধ করে তারা হাদীছ বোঝে না। তারা হাদীছ বিরোধী। তাদের এ বিষয়টি আরো জোরদার হয়ে প্রকাশ পাচ্ছে দেশী-বিদেশী কিছু চ্যানেলের মাধ্যমে। তাই নিম্নে সহীহ মাসয়ালাটি তুলে ধরা হল।
আরও দেখুনঃ খেলাফত বনাম জাহালত pdf বই ডাউনলোড
১- আল্লাহ তাআলা ইরশাদ করেন,অর্থাৎ আর যখন কুরআন পড়া হয় তখন কুরআনের দিকে মনোনিবেশ কর এবং নীরব থাকো..(সূরা আরাফ ২০৪)। এ আয়তটির শুনে নুযুল যদিও বা ফরয নামায সম্পর্কে কিন্তু তা খুৎবাকেও অন্তর্ভুক্ত করে। বরং অনেকে যেমন মুজাহিদ, ইবনু জুরাইজ এবং আতা রহ. বর্ণনা করেন, আয়াতটি নামায এবং জুমআর খুৎবা উভয়টি সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ।
প্রচলিত এখন আমরা বেশির ভাগই মানুষ খুৎবার সময় অযথা কথা বলি।
তাই আয়াতের অর্থ হবে, যখন খুৎবা চলে তখন খুৎবার দিকে মনোনিবেশ কর এবং নীরব থাকো। এ আয়াদ দ্বারা পরিস্কারভাবে উপলব্ধি হয় যে, খুৎবা চলাকালিন কোন নামায পড়া যাবে না। আহলে হাদীছ ভাইদেরকে এ আয়াতটি পেশ করলে বলেম এটা তো নামায সম্পর্কে।
আরও দেখুনঃ কৃষি আল কুরআনের প্রেক্ষাপট বাংলাদেশ প্রসঙ্গে pdf বই
আবার ইমামের পিছনে মুক্তাদির ফাতিহা পড়া জায়িয না হওয়া সম্পর্কে আয়াতটি পেশ করলে বলে, আয়াতটি তো খুৎবা সম্পর্কে ফারসী কবী ফরীদ উদ্দীন আত্তার রহ. এ ধরণের ব্যক্তিদের সম্পর্কে কতই না সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। উট পাখিকে যদি বলা হয় তুমি তো উট। তাহলে বোঝা কেন বহন কর না? তখন সে বলে আমি তো পাখি। আবার তাকে যদি বলা হয়।
তুমি পাখি হলে অন্য পাখিদের ন্যায় আকাসে উড়ো। তখন বলে, আমি তো উট। পান্দ নামা ফরীদুদ্দীন আত্তার
২-সালমান ফারসী র. নবী স. থেকে ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআর দিন গোসল করে তেল ও খুশবু ব্যবহার করে মসজিদে আসবে এবং দুই ব্যক্তির মাঝে পৃথকতা সৃষ্টি না করে নামায আদায় করে আর ইমাম খুৎবা দিলে নীরব থাকে (আবু দাউদ তয়ালিসীর বর্ণনায়, ইমাম খুৎবা শুর করলে খুৎবার দিকে মনোনিবেশ করে এবং নীরব থাকে)।
আরও দেখুনঃ কাসরুল আমাল pdf বই ডাউনলোড
নিচে জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1. MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতি বিলাল আহমাদ কাসেমী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ