জূদুল মুনইম
জূদুল মুনইম pdf বই ডাউনলোড। রাব্বূল আলামীনের অসীম শুকরিয়া । তার অসীম রহমতে জূদুল মুনইম শরহে মুকাদ্দমায়ে মুসলিম প্রকাশিত হতে যাচ্চে। সৃষ্টিকর্তার মেহেরবানী , আব্বা -আম্মার চোখের পানি ও দুআর বরকতে অনেক দিন পর্যন্ত মুসলিম শরীফের (প্রথম খন্ড) দরস দানের সৌভাগ্য হয়েছে।
দরস দিতে হয় বলে কিছু কিতাবাদি ঘাটাঘাটি করতে হয়। এই সুযোগে মনে করলাম বিশ্বখ্যাত হাদীস গ্রন্থ সহীহ মুসলিমের জলিট ও গুরুত্বপূর্ন মুকাদ্দমার একটি সহজ সরল ব্যাখ্যা গ্রন্থ বাংলা ভাষার তৈরি করব। অবশ্য এর পূর্বে এর অনেক গুলো মূল্যবান আরবি উর্দূ ব্যাখ্যা গ্রন্থ বেরিয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জূদুল মুনইম pdf বই
- মিশকাতে বর্ণিত জাল জয়িফ হাদিস pdf বই ডাউনলোড
- মুসান্নিফগনের জীবনী pdf বই ডাউনলোড
- ইমাম গাজ্জালী রহ pdf বই ডাউনলোড
- এহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সৌভাগ্যের পরশমণি ১ম খন্ড pdf বই ডাউনলোড
এমনকি এই নালায়েক ও ফয়যুল মুলহিম নামক (192 পৃষ্ঠা) একটি শরাহ লিখেছে। এটি ছাপাও হয়েছে। তবে দুঃখজনকভাবে তাতে অনেকগুলো গুরুত্বপূর্ন ও সুন্দর বিষয় আসা সত্ত্বেও প্রপ দেখার সময় ভীষন তাড়াহুড়ার কারনে অনেক ভূল থেকে গেছে। এদিকে লক্ষ্য করেও সংক্ষিপ্তাকারে সহজে কিতাব অনুধাবন করার মত বাংলা ভাষার একটি ব্যাখ্যা তৈরির কাজে হাত দেই।
এতে বেশি উপকৃত হয়েছি স্নেহপ্রবন মুহাক্কিক উস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী (দা.বা) – এর শরাহ ফয়যুল মুনইম দ্বারা ।তার গ্রন্থের প্রায় পুরো বিষয়ই এখানে এসে গেছে। এছাড়া ও হযরতুল উস্তাত আল্লামা নেয়ামাতুল্লাহ আজমী (দা.বা) -এর গ্রন্থ নিমাতুল মুনইম ফাতহুল মুলহিম নববী তাদরীবুর রাবী, তাকরাবুন নববী ফয়যুল মুলহিম ইত্যাদি দ্বারা প্রচুর উপকৃত হয়েছি।
চেষ্টা করেছি কিতাব হল করার জন্য মোটামুটি জরুরী বিষয়গুলো দিয়ে এটিকে সাজাতে । ফলে অনুবাদ সংক্ষিপ্ত ব্যাখ্যা তারকীব, আসমাউর রিজাল ইত্যাদি বিয়য়ে করেছি। একজন অজ্ঞ তালিবে ইলম হিসাবে যতটুকু সম্ভব হয়েছে সম্মানিত পাঠকের সামনে তুলে ধরেছি। আপদ-মস্তক ভুলে পরিপূর্ন এই অক্ষম বান্দার এই গ্রন্থটিও অবশ্যই ভুল-ক্রটি থেকে মুক্ত নয়। কোন সহদয় পাঠক মুক্ত মনে খালেস আল্লাহ সন্তুষ্টির নিয়তে যদি কোন ক্রটি সম্পর্কে অবহিত করেন, তাহলে আমরা সবাই উপকৃত হতে পারব।
নিচে জূদুল মুনইম বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুল উলুম লাইব্রেরী বইয়ের ধরণঃ বইয়ের সাইজঃ 6.69 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ মাওলানা নোমান আহমাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ