জয়িফ হাদিস মানা যাবে
জয়িফ হাদিস মানা যাবে pdf বই ডাউনলোড। অধুনা, যয়ীফ হাদীস নিয়ে বেদনাদায়ক প্রান্তিকতা ছড়িয়ে পড়েছে। ইফরাত-তাফরীতের বিভীষিকা ছড়িয়ে পড়েছে। শুরুটা কিছু শেকড়বিহীন গোয়ারঁদের মাধ্যমে হলেও উল্টো প্রতিক্রিয়ার আগুণ দাবানলের মত মুসলিম ঐক্যের বসতি পুড়িয়ে দিচ্ছে।
কেউ যয়ীফ শোনা মাত্রই চোখ কান কুচঁকে ফেলছে তো কেউ যয়ীফ হাদীসের উপর আমল করাকে মুসলমানিত্বের প্রমাণ করছে। একদল যয়ীখ হাদিসের উপর আমল করারকে হারাম বলছে তো অন্য দল সেটাকে ওয়াজিব বলছে।
আরও দেখুনঃ মিরেকলস অব দ্য কোরআন pdf বই ডাউনলোড
একে অন্যকে চরম অশ্লীল শব্দে গালাগালি করতেও দ্বিধা বোধ করছে না। এহেন পরিস্থিতিতে আলেম সমাজের উপর অবশ্য কর্তব্য ছিল সংশ্লিষ্ট বিষয়ের সঠিক সমাধান উম্মাহর সামনে পেশ করা। তাহকীকি সমাধান পেশ করে উম্মাহকে এই চরম বিভ্রান্তি থেকে উদ্ধার করা।
আরবী, উর্দু ভাষায় এ ব্যাপারে মোটামুটি খেদমত হলেও বাংলা ভাষায় এ ব্যাপারে কোন বই- সর্বসাধারণের সামনে পেশ করা হয়নি। ইসলামী শরীয়ার মুল ভিত্তি কুরআন এবং হাদীস। মূলত এদুয়ের আলোকেই গড়ে উঠেছে ইসলামী আকীদা-বিশ্বাস, আমল-আখলাক, ইবাদত-মুয়ামালাত-মুয়াশারাত সব কিছু।
আরও দেখুনঃ কিভাবে তাওহিদের দিশা পেলাম pdf বই ডাউনলোড
ইসলামী জীবন-দর্শন, রাজনীতি-অর্থনীতি, সভ্যতা-সংস্কৃতি, জীবনাচার,ব্যবহারিক দর্শন, নীতি- নৈতিকতা, মন ও মননের বিষয় আশয় এবং আনন্দ বিনোদনসহ সব কিছুর প্রধান ভিত হলো কুরআন ও হাদীস। এই মৌলত্বের মর্যাদাগত স্তরবিন্যানে কোরআনের স্থান প্রথম। আর দ্বিতীয় স্থানে হাদীস। তবে মর্যাদায় হাদীস দ্বিতীয় স্তরের হলেও তার প্রয়োজনিয়তা অনেকগুণ বেশি।
বিষয়গুলো উদারহণস্বরূপ দুয়েক স্থানে বর্ণিত হলেও সমাগ্রিকভাবে তার আলোচনা করা হয় নি। যা কেবলই হাদীস নির্ভর। কোরআনে নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি বিধান রয়েছে। কিন্তু কণ কিভাবে পালন করতে হবে তা কোরআনে নেই; আছে হাদীসে। হাদীসে বিস্তারিত বিবরণ এসেছে। কোরআনের ব্যাখ্যা হাদীস ও আসারের অনুবর্তী হলেই কেবল তা গ্রহনযোগ্য ও দলীলযোগ্য। কারো মনগড়া ব্যাখ্যা গ্রহণ করার কোন সুযোগ নেই।
আরও দেখুনঃ খিলাফতে রাশেদিন pdf বই ডাউনলোড
নিচে জয়িফ হাদিস মানা যাবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.68 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ শামসুল হক বিন আফতাব উদ্দীন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ