ট্রান্সজেন্ডারিজমের করাল গ্রাস pdf বই ডাউনলোড। মানব ইতিহাসজুড়েই যে বিষয়গুলোকে মানুষ সবচেয়ে বেশি ভালোবেসেছে, অর্জন করতে চেয়েছে, ব্যবহার করেছে তার মধ্যে অন্যতম হলো সত্য। সব আদর্শ ও ধর্ম সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ হতে চেয়েছে। পৃথিবীর সব বিতর্কই হয়েছে নিজেকে ‘সত্য’ প্রমাণ করতে। সন্তান বাবা-মায়ের কাছে, স্বামী স্ত্রী একে অপরের কাছে, বন্ধু বন্ধুর কাছে সত্যের মাধ্যমেই বিশ্বস্ততা প্রমাণ করতে চেয়েছে। সত্যের আলোয় আলোকিত হতে চেয়েছে মানুষ।
সত্যের কাছে মাথা নত করেছে। সত্যের জন্য অস্ত্র ধরেছে, রক্ত দিয়েছে, সভ্যতার ধ্বংস-সৃষ্টি হয়েছে। এক অদ্ভুত সময়ে এসে পড়েছি আমরা, যখন সত্য কোনো ব্যাপার না। পুরো পৃথিবী চলছে মিথ্যার উপরে। মানুষ সত্য নিয়ে ভাবছে না। অধীনস্ত মিথ্যা প্রশংসা করছে বসের, যাকে আমরা বলি ‘তেল’। পরিবারে বসছে মিথ্যার পসরা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
দায়িত্ব না নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নারীদেহ ভোগ করছে শকুনেরা। শিক্ষকরা পড়াচ্ছে মিথ্যা ইতিহাস। বলা হচ্ছে, ‘সত্য কোনো ব্যাপারই না। তুমি যা অনুভব করছো তাই আসলে সত্য। সত্য বলতে কিছু নেই। সব বিবর্তনের খেলা। সত্য তৈরি করা হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করতে। জীবনটা উপভোগ করাই আসল কথা।
সম্পর্ক তৈরি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মানুষ মরছে মিথ্যার উপরে। শালীনতা, পরিবার ও ভালোবাসার যে গল্প লেখা হয়েছে হাজার বছর ধরে সব নাকি মিথ্যা। এর মধ্যে অন্যতম যে জঘন্যতা পুরো পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে তা হলো ট্রান্সজেন্ডারিজম। মানুষ যে লিঙ্গ নিয়ে জন্মেছে তা সত্য হলেও নাকি পাত্তা দেওয়ার কিছু নেই। যার যা ইচ্ছা তাই নাকি হতে পারবে। ছেলেÑমেয়ে হতে পারবে, মেয়েÑছেলে হতে পারবে, কোনো মানুষ চাইলে কুকুর-বিড়ালও হতে পারে।
এসবের অবাক করা নামও দেওয়া হয়েছে। প্রতিটি মিথ্যা সত্যের প্রতি একটি করে ঋণ তৈরি করে। সে ঋণ শোধ করতেই হয়। এবং তা খুব বিকৃতভাবে। পৃথিবীজুড়ে অনেক অশান্তি, মৃত্যু, ধ্বংস, পরিবার ও সভ্যতার পতনসহ অনেক কিছুই হচ্ছে। কিন্তু ম্যাট ওয়ালশ এ বইয়ে কথা বলেছেন একটা নির্দিষ্ট মিথ্যা নিয়ে। ট্রান্সজেন্ডারিজমের মিথ্যা।
এর ঋণ পরিশোধ করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে বেশ কয়েকটি প্রজন্ম। পরিবার ও বাবা-মা ও সন্তানের সম্পর্কের গল্পগুলো কীভাবে ভেঙে পড়ছে, কীভাবে মিথ্যার সৃষ্টি হয়েছে, কেবল স্বার্থের জন্য কীভাবে শিশুদের শরীরকে কাটাকুটি করা হচ্ছে তার ভয়াবহ কিছু গল্প লিখেছেন ম্যাট ওয়ালশ। বইটিতে আমরা এমন একসময় হাত দিয়েছি যখন আমাদের দেশের চারদিক থেকে প্রবেশ করছে ট্রান্সজেন্ডারিজম।
নিচে ট্রান্সজেন্ডারিজমের করাল গ্রাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 26.25 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ম্যাট ওয়ালশ |
বইয়ের অনুবাদকঃ |