ডাবল স্ট্যান্ডার্ড ২ pdf বই ডাউনলোড। মানুষ শূন্যতার মাঝে বেড়ে ওঠে না। সমাজ, সংস্কৃতি, সময় ও পরিস্থিতি আমাদের চিন্তা, চেতনা, বিশ্বাসকে শুধু প্রভাবিতই করে না, বরং আমাদের পুরো চিন্তার কাঠামোও ঠিক করে দেয় এ ধরনের ফ্যাক্টরগুলো। আমরা পৃথিবীকে দেখতে শিখি একটা নির্দিষ্ট লেন্সের ভেতর দিয়ে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে।
আর যেহেতু ছোটোবেলা থেকেই এই লেন্সের ভেতর থেকে আমরা পৃথিবীকে দেখছি তাই কোথায় লেন্সের শেষ হয় আর কোথায় পৃথিবীর শুরু, সেটা আমরা বুঝে উঠতে পারি না। ব্যাপারটা এভাবে চিন্তা করা যায়, জনবিচ্ছিন্ন কোনো দ্বীপে শৈশব থেকে একসাথে বেড়ে ওঠা একদল কালারব্লাইন্ড মানুষের পৃথিবীর অদ্ভুত সুন্দর নানান রঙের বর্ণালী নিয়ে কোনো ধারণা থাকবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ডাবল স্ট্যান্ডার্ড ৩ pdf বই ডাউনলোড
- ডাবল স্ট্যান্ডার্ড pdf বই ডাউনলোড
- তিন রঙের তিন pdf বই ডাউনলোড
- হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড
- সিয়াম নির্দেশিকা pdf বই ডাউনলোড
কেউ এসে হরেক রকমের উজ্জ্বল রঙ্গে কথা বলা শুরু করলে তারা নির্ঘাত সেই মানুষটাকে পাগল ঠাউরাবে। প্রথম প্রথম তো মানতে চাইবেই না, লম্বা সময় নিয়ে যুক্তি-প্রমাণ দিয়ে বোঝানোর পরও দ্বিধা-দ্বন্দ্ব হয়তো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। কারণ তাদের কাছে এটাই বাস্তবতা। এটাই তাদের কাছে অবিসংবাদিত সত্য।
অথবা এমন একজন মানুষের চিন্তা ররুন, যে জন্মের পর থেকে ছোট্ট একটা ঘরে বন্দি। ঘরের এক দেয়ালে জুড়ে বিশাল জানালা। এই জানালা বাইরের দুনিয়ার সাথে তার সংস্পর্শের একমাত্র মাধ্যমে। জানালার কাচঁটা নির্দিষ্ট একটা রঙকে বেশি ফুটিয়ে তোলে। ধরা যাক, এই নির্দিষ্ট রঙটা হল হলুদ। কুড়েঘরের এই বন্দি পৃথিবীকে দেখে হলুদ রঙের েএক আভায়।
গাছ, পাতা, পাখি, ফুল, ঘাস, আকাশ, সাগর সবকিছুকে সে দেখে হলুদ রঙের ফিল্টারের মধ্য দিয়ে। সে ধরে নেবে বােইরের দুনিয়াটা হলদেটে। সমস্যাটা তার চোখে না। বায়োলজিকালি তার মস্তিস্কেও কোনো সমস্যা নেই। সমস্যাটা জানালার কাচেঁ। হলুদ রঙের কাচঁ আমাদের এই বন্দির চিন্তাকে আটকে ফেলেছে একটা নির্দিষ্ট রঙে। গ্রিক দার্শনিক প্লেইটোর বিখ্যাত গুহার গল্প- এ অনেকটা একই রকমের একটা উদাহরণ দেওয়া আছে। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ডাবল স্ট্যান্ডার্ড ২ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমর্পন প্রকাশনী |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 24.4 MB |
প্রকাশ সালঃ | ২০২০ সাল |
বইয়ের লেখকঃ | ডা. শামসুল আরেফিন |
অনুবাদকঃ |