ডুবো পাহাড় pdf বই ডাউনলোড। সুস্মিতা বালাজীদের তিন তলার হাওয়াখানা। একে অভজারভেটরিও বলে সুস্মিতারা। এখানে বসে হৃদের মত বিশাল সরোবরের উপর দিয়ে আন্দামানের শান্ত নীল সমুদ্র দেখা যায়। আহমদ মুসার শূন্য দৃষ্টি নীল সাগর পেরিয়ে ছুটছে আর দূরে, অনেক দূরে- আরব সাগরও পার হয়ে। চোখের সামনে ভেসে উঠেছে জোসেফাইনের মিষ্টি হাসির শান্ত সন্দর মুখ।
এই মাত্র টেলিফোন করেছিল ডোনা জোসেফাইন। তার রুটিন টেলিফোন। আগে সাত দিন পর পর টেলিফোন করতো। সন্তান আহমদ আব্দুল্লাহ জন্ম নেয়ার পর সাত দিন থেকে নেমে এসেছে এখন তিন দিনে। প্রতি তিন দিন পর সে এখন টেলিফোন করে।
আরও দেখুনঃ তোমাকে ভালবাসি হে নবী pdf বই ডাউনলোড
ডোনার যুক্ত হল আহমদ আব্দুল্লাহ আসার পর তার দায়িত্ব বেড়েছে এবং তার সাথে দুশ্চিন্তাও বেড়েছে। এখন সাত দিন অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। তিন দিন পরের ডোনার এই টেলিফোন আহমদ মুসার কাছে অমৃতের মত. যেন প্রানসঞ্জীবনী সুধা। তিন দিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায় একটি পরিচিত কন্ঠের মিষ্টি সম্বোধনে। কিন্তু ডোনা আজ টেলিফোন করেছে দুদিনের মাথায়।
আমরা প্রতিনিয়ত হতাশায় ভোগী কিন্তু কেন ?
আজ ডোনা ছিল দারুন খুশি। ফ্রান্স থেকে তার আব্বা এসেছে এবং রাশিয়া এসেছে তার মা ওলগার মা। কিন্তু এই খুশির কথা বলতে গিয়ে কান্নায় বাকরুদ্ধ হয়ে গেছে জোসেফাইন। বলেছে এই মুহুর্তে খুব ফিল করছি আমি তোমাকে। মনটা অস্থির লাগছে।
আরও দেখুনঃ মাসুদ রানা সিরিজ – ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ pdf বই
চারদিকে আমার সবই আছে, কিন্তু মনে হচ্ছে কিছুই নেই। হঠাৎ করে শূন্যতার একটা যন্ত্রণা আমাকে ঘিরে ধরেছে। তাই একদিন আগেই তোমাকে টেলিফোন করলাম। কথা শেষ করেই সে তাড়াতাড়ি বলে উঠেছে, স্যারি আমার কথা গুলোকে শাব্দিক অর্থে নিও না। আব্বা আম্মা এসেছেন তো। তাই মনটা হঠাৎ আনন্দে বাধঁন হারা হয়ে উঠেছে। আহমদ মুসা উত্তরে বলেছে।
কিন্তু জোসেফান, আমি তোমাকে কষ্ট দিচ্ছি এ কথা তো ঠিক। উত্তরে জোসেফাইনের জবাবটা দীর্ঘ ছিল। বলেছে, কষ্ট পাচ্ছি এ কথা যদি বলি তা ঠিক হবে না। কিন্তু এ কষ্টে যে সুখ আছে, তা কষ্টের চেয়ে অনেক বড়, এ কথা তুমি অন্তত বুঝবে। কারণ এমন কষ্ট তোমার মাঝেও আছে এবং কষ্টের মধ্যে যে বড় সুখ তা আমার মত তোমাকেও সান্তনা দেয়। আর তুমি আমাকে কোন কষ্ট দাও না।
আরও দেখুনঃ মুসনাদে আহমদ ১ম খন্ড pdf বই ডাউনলোড
নিচে ডুবো পাহাড় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাইমুম সিরিজ বইয়ের সাইজঃ 1.31 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ