তওবা জান্নাতের সোপান pdf বই ডাউনলোড। কোন মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে সে ব্যক্তিই উত্তম যে ভুল করার পর তওবা করে। আমাদের সবার-েই ত্রুটি-বিচ্যুতি রয়েছে। কখনও মুখ ফসকে মুখের দ্বারা গুনাহ হয়েছে। অসাক্ষাতে কারও সমালোচনা করেছি, কাউকে গালি দিয়েছি, কখনো অন্যায়ভাবে অন্যের সম্পদের প্রতি হাত বাড়িয়েছি, কখনও এমন জিনিসের দিকে তাকিয়েছি যাতে আল্লাহ সন্তুষ্ট হন। এভাবে কত ধরণের গুনাহর কাজ আমরা করেছি! এজন্যই দয়াময় আল্লাহ তাআলা বান্দাদের উপর তওবা করা অপরিহার্য করে দিয়েছেন।
তিনি বলেছেন, অর্থাৎ- হে মুমিনগণ!, তোমরা সকলে আল্লাহর নিটক তওবা কর। যাতে তোমরা সফলতা লাভ করতে পার। তিনি আরও বলেছেন, অর্থা- তোমরা আল্লাহর নিকট আন্তরিকভাবে তওবা কর। সুতরাং প্রতিটি পাপের জন্য বান্দার তওবা করা অপরিহার্য।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সৌভাগ্যের পরশমণি ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- সিয়াম ও রমজান pdf বই ডাউনলোড
- ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের স্মৃতিচারণ pdf বই ডাউনলোড
- ভয়ানক উট pdf বই ডাউনলোড
- এসো জান্নাতের পথে pdf বই ডাউনলোড
তওবা কারীদের প্রতি আল্লাহ অত্যন্ত আনন্দিত হন। আল্লাহ তায়ালা তওবা কারীদের অত্যন্ত ভালবাসেন। বান্দা যখন তার অপরাধের জন্য অনুশোচনায় দগ্ধ হয়ে আল্লাহর নিটক ক্ষমা প্রার্থনা করে তখন তিনি অত্যন্ত আনন্দিত হন। আল্লাহ রাব্বুল আলামীন বান্দার তওবাতে কী পরিমাণ আনন্দিত হন তা নিম্নোক্ত হাদীসটিতে দেখুন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদেম আবু হামযা আনা বিন মালিক রা. বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনও লোক বিজন মরু প্রান্তরে উট হারিয়ে যাপার পর পুনরাং তা ফেরত ফেলে যে পরিমাণ আনন্দে উদ্বেলিত হয় মহান আল্লাহ বান্দার তওবাতে তার চেয়েও বেশি আনন্দিত হন। আর সহীহ মুসলিমের বর্ণানয় রয়েছে, যে-অর্থাৎ- বান্দার তওবাতে আল্লাহ তোমাদের ঐ ব্যক্তি থেকে অধিক আনন্দিত হয়, যে বিজন মরু প্রান্তরে তার উট হারিয়ে ফেলল।
যাতে তার খাদ্য-পানীয় ছিল। উট হারানো কারণে হতাশ হয়ে গাছের ছায়ায় এসে শুয়ে পড়ল। এমন পরিস্থিতিতে সে হঠাৎ দেখতে পেল তার উট তার পাশেই দাড়িঁয়ে আছে। তখন সে উটের লাগাম ধরে আনন্দে উদ্বেলিত হয়ে বলতে লাগল, হে আল্লাহ, তুমি আমার বান্দা আমি তোমার প্রভু! অতি আনন্দের কারণে সে এভাবে ভুল কথা বলে ফেলল। আল্লাহু আকবর! কত বিশাল এ আনন্দ! নি;সন্দেহে এটি এত বড় আনন্দের বিষয় যা কারও পক্ষে কল্পনা করা সম্ভভ নয়।
আপনি নিজের কথা কল্পনা করুন যে, আপনি এমন এক মরুভুমিতে অবস্থান করছেন যেখানে আপনার আশে-পাশে কোন মানুষ নেই। নেই কোন খাদ্য ও পানীয়। এমন জনমানব শূন্য-মরুভুমিতে আপনার উট হারিয়ে গেছে যাতে আপনার খাদ্য-পানীয় মজুদ ছিল। আপনি অনেক খোজাঁ -খুজিঁ করেও উটের কোন হদিস পেলেন না। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে তওবা জান্নাতের সোপান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.83 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ খালিদ আল ফুরাইজ |
অনুবাদঃ | আব্দুল্লাহিল হাদী বিন আবদুল জলীল |