তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন pdf বই ডাউনলোড। আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্কে জাহেলী যুগে মানুষের কোন ধারণা ছিল না। স্বাদেশিকতা, বংশ সম্পর্ক বা অনুরূপ কিছু ছিল তাদের পরস্পর সম্পর্কের মূল ভিত্তি। আল্লাহর বিশেষ দয়ায় ইসলামের আলো উদ্ভাসিত হল। পরস্পর সম্পর্ক প্রতিষ্ঠায় উৎকর্ষতা আসল। ধর্মীয় সম্পর্কে সর্বোচ্ছ ও সুহমান সম্পর্কে হিসেবে রূপ লাভ করল।
এ-সম্পর্কের উপরেই প্রতিদান, পুরস্কার, ভালোবাসা ও ঘৃণা সাব্যস্ত হল। ইসলামের বিকাশের সাথে সাথে ইসলামি ভ্রাতৃত্ব ও আল্লাহর জন্য ভালোবাসা ইত্যাদি পরিভাষা চালু হল। আল্লাহর জন্য ভালোবাসা-এর অর্থ হচ্ছে, এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের কল্যাণ ও আল্লাহর আনুগত্য কামনা করা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জান্নাতের ছায়া পথ pdf বই ডাউনলোড
- বৈধ ভালোবাসা বনাম নিষিদ্ধ প্রেম pdf বই ডাউনলোড
- প্রিয় নবীর আদর্শ pdf বই ডাউনলোড
- ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা pdf বই ডাউনলোড
- তাবিঈদের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
সম্পদের মোহ, বংশ বা স্থান ইত্যাদির কোন সংশ্লিষ্টতা এক অপরের সম্পর্কের ও ভালোবাসার মানদন্ড হবে না। কিছু ভালোবাসা আল্লাহর জন্য এবং এর কতিপয় ফজিলত: ১ আল্লাহর জন্য ভালোবাসা স্থাপনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন; আবু হুরাইরা র. থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন- এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী নিজ ভাইয়ের সাথে সাক্ষাত্যের উদ্দেশ্যে বের হল।
মহান আল্লাহ তার জন্য পথে একজন ফেরেশতা মোতায়েন করে রাখলেন। যখন সে ফেরেশতা উক্ত ব্যক্তির নিকটবর্তী হল, বলল তুমি কোথায় যাও? সে বলল, এই গ্রামের বসবাসকারী আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করা আমার উদ্দেশ্য। ফেরেশতা বলল, তার কাছে তোমার কোন পাওনা আছে কি-না? সে বলল, না। কিন্তু আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি।
তখন ফেরেশতা বলে উঠল, নিশ্চয় আমি তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। মহান আল্লাহ অবশ্যেই তোমাকে ভালোবেসেছেন যে রকম তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছ। আবার হাদীসে কুদসীতে আছে, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ; আমার জন্য পরস্পর ভালোবাসা স্থাপনকারী, পরস্পর উঠা-বসাকারী, পরস্পর সাক্ষাৎকারী, পরস্পর ব্যয়কারীদের জন্য আমার ভালোবাসা অবধারিত।
১. আল্লারহ জন্য পরস্পর ভালোবাসা স্থাপনকারী আল্লাহর আরশের ছায়াতলে অবস্থান করবে, যে দিন তারঁ আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন;সাত ব্যক্তি, আল্লাহ তাদেরকে তারঁ ছায়াতলে ছায়া দেবেন, যেদিন তারঁ ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, এবং দু ব্যক্তিকে, যারা আল্লাহর জন্য পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা স্থাপন করেছে, তারঁ ভালোবাসায় একত্রিত হয়েছে, এবং তারঁ ভালোবাসায় পৃথক হয়েছে।
নিচে তরবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.88 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | শামছুল হক ছিদ্দিক-গং |
অনুবাদঃ |