তরিকত দর্পন pdf বই ডাউনলোড। ছৈয়দ জামালুদ্দিন বলিয়াছেন, হজরত নবী করিম (ছাঃ) প্রত্যেক অক্ষরকে একবার জাহিরি ও বাতিনী দুই ভাগে বিভক্ত করিয়াছেন। দ্বিতীয়বার প্রত্যেকের হদ ও এত্তেলাস্থল নির্দ্ধারণ করিয়াছেন। হজরত নবী করিম (ছাঃ) ও ছাহাবাগণ কর্তৃক যে তফছির বর্ণিত হইয়াছে, উহাকে জাহর বলে। আর সূক্ষ্ম জ্ঞান দ্বারা যে নিগূঢ়তত্ত্ব অবগত হওয়া যায়, উহাকে বাতন বলে।
হদ ও এত্তেলাস্থলের সীমা নাই, কেননা উভয়ের শেষ সীমা মারেফাত-তত্ত্বজ্ঞ পীরদের পথ। খোদাতায়ালা এবং তাঁহার মনোনীত নবীগণ ও অলিউল্লাহগণের মধ্যে নিহিত তত্ত্বজ্ঞান আরবী ব্যাকরণ ও অভিধান শিক্ষা করিলে এবং উহাতে পারদর্শিতা লাভ করিলে এবং জাহেরি মর্ম্ম যদ্দ্বারা জানা যায়, তাহার হাদিছ ও ছাহাবাগণের মতের অনুসরণ করিলে, উহার জাহিরী মৰ্ম্ম অবগত হওয়া যায় এবং কঠোর সাধ্য সাধনা দ্বারা আত্মশুদ্ধি করিতে পারিলে, উহার বাতিনী মৰ্ম্ম অবগত হওয়া যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
তফছির মায়ালেমে বর্ণিত আছে, কোর-আন শরিফের শব্দকে (শব্দার্থকে) ‘জাহর’বলে এবং নিগূঢ় তত্ত্বজ্ঞানকে ‘বাতন’ বলে। উহার বুঝিবার শক্তিকে ‘মাতলা’ বলে। খোদাতায়ালা গবেষণাকারীদের উপর এরূপ নিগূঢ় তত্ত্বজ্ঞান প্রকাশ করেন—যাহা অন্য কাহারও উপর প্রকাশ করেন না ।
“কোর-আনের আয়ত ও হাদিছ সকলের স্পষ্ট ও প্রকাশ্য মৰ্ম্ম গ্রহণীয় হইবে, অবশ্য কতক স্থলে অকাট্য দলীল অনুযায়ী অস্পষ্ট মৰ্ম্ম গ্রাহ্য হইবে। কাফের বাতিনিয়া দল যেরূপ স্পষ্ট মর্ম্ম ত্যাগ করিয়া যে যে মর্ম্মের দাবী করে, উহা কাফেরী কার্য্য । কতক বিচক্ষণ বিদ্বানের মত এই যে, কোর-আনের আয়ত ও হাদিছ সমূহের স্পষ্ট মৰ্ম্মই গ্রহণীয় হইবে।
তবে তৎসমূদয়ের এইরূপ সূক্ষ্ম তত্ত্বজ্ঞানের অস্পষ্ট ইঙ্গিত আছে—যাহা তরিকতপন্থী পীরগণের উপর প্রকাশ হইয়া থাকে, কিন্তু উক্ত তত্ত্বজ্ঞান গ্রহণ স্পষ্ট মর্ম্মের বিপরীত নহে। তাঁহাদের এই মতকে পূর্ণ ইমান ও বিশুদ্ধ মা’রেফাত বুঝিতে হইবে।”
আল্লামা জামি ‘নাফহাতোল উনছ’ কেতাবে লিখিয়াছেন, প্রকৃত কামেল ও ছালেক আট শ্রেণী। আর সাত শ্রেণী লোক কামেল ও ছালেক নহেন, কিন্তু তাঁহাদের তুল্য হইবার চেষ্টা করেন। আর সাত শ্রেণীর লোক কামেল ওছালেক হইবার দাবী করে, কিন্তু প্রকৃত পক্ষে তাহারা কতক কাফের ও কতক রিয়াকার।
নিচে তরিকত দর্পন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বাংলা হাদিস বই |
বইয়ের সাইজঃ | 24 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |