তাকওয়ার উপকারিতা pdf বই ডাউনলোড। বান্দা যে জিনিসকে ভয় করে, যেমন আল্লাহর গোস্বা, শাস্তি ও অসন্তুষ্টি থেকে বাচাঁ ও তার থেকে সুরক্ষার জন্য আল্লাহর আনুগত্য করা ও তার নাফরমানি থেকে বিরত থাকা মানেই হল তাকওয়া অর্জন করা। তাকওয়া এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা যার অসিয়ত তার পূর্বাপর সকল বান্দাকে করেছেন ও তা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
কুরআনুল কারিমে আল্লাহ তাআল্লা ইরশাদ করেন: আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর। আর যদি কুফরী কর তাহলে আসমানসমূহে যা আছে এবং যা আছে জমিনে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। (সূরা নিসা:১৩১)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জামাআতে নামাযের চল্লিশটি উপকারিতা pdf বই ডাউনলোড
- তাওহীদের উপকারিতা pdf বই ডাউনলোড
- রমজানে মুমিনের করণীয় pdf বই ডাউনলোড
- ইসলামী বিবাহ pdf বই ডাউনলোড
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতকে তাকওয়া গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। যেমন হাদীসে এসেছে: অর্থাৎ- আবু উমামা সুদা ই ইবন আজলান আল-বাহেলী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায়ী হজে খুতবা দিতে শুনেছি। তিনি বলেন যে- তোমরা তোমাদের রবের তাকওয়া অর্জন কর, পাচঁ ওয়াক্ত সালাত আদায় কর, তোমাদের রমযানে সিয়াম পালন কর, তোমাদের সম্পদের যাকাত আদায় কর।
তোমরা তোমাদের নেতাদের অনুসরণ কর, অতঃপর তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ কর। অনুরূপভাবে তিনি যখন কাউকে যুদ্ধাভিযানের দায়িত্ব দিয়ে প্রেরণ করতেন, তাকে তিনি বিশেষভাবে নিজের ব্যাপারে আল্লাহর তাকওয়া গ্রহণ করা ও মুসলিমদের ব্যাপারে কল্যাণ কামনা করার ওসিয়ত করতেন।
আমাদের আদর্শ পূর্ব পুরুষগণ তাদের চিঠি-পত্র, বয়ান-বক্তৃতা ও মৃত্যুর সময় তাকওয়ার অসিয়ত করতেন। ওমর ইবনে আব্দুল আযীয তার ছেলে আব্দুল্লাহকে লেখেন, অতঃপর আমি তোমাকে আল্লাহর তাকওয়া অর্জন করার অসিয়ত করছি যার সাথে তোমাকে অবশ্যই সাক্ষাত করতে হবে।, তিনি ব্যতীত তোমার কোন আশ্রয় নেই, তিনিই দুনিয়া-আখেরাতের মালিক।
আরেক বুজুর্গ তার এক দীনি ভাইকে লেখেন, অতঃপর আমি তোমাকে আল্লাহর তাকওয়া অর্জন করার নির্দেশ দিচ্ছি, যিনি তোমার গোপনের সাথী, প্রকাশ্যের পর্যবেক্ষক, অতএব রাত- দিনের প্রতি মুহুর্তে তুমি তারঁ কথা তোমার অন্তরে রাখ। তিনি তোমার যত কাছে এবং তোমার ওপর তার যে পরিমাণ ক্ষমতা রয়েছে, সে পরিমাণ তুমি তাকে ভয় কর। জেনে রেখ, তুমি তার সামনেই আছ, তার কর্তৃত্ব থেকে বের হয়ে কারো কর্তৃত্ব যাওয়ার তোমার কোন সুযোগ নেই। তার রাজত্ব থেকে মুক্ত হয়ে কারো রাজত্বে যেতে পারবে না, সুতরাং তার ব্যাপারে তুমি খুব সতর্ক থাক এবং তাকে খুব ভয় কর। ওয়াসসালাম।
নিচে তাকওয়ার উপকারিতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | আল্লাহর সন্তুষ্টি অর্জন |
বইয়ের সাইজঃ | 1.01 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ ইবন সালেহ আল-উসাইমীন |
অনুবাদঃ | সানাউল্লাহ নজির আহমদ |