তাকওয়া অর্জনই হোক মুমিন জীবনের লক্ষ্য pdf বই ডাউনলোড। আমাদের সমাজের প্রচলিত ধ্যান-ধারণা আর প্রকৃত অর্থে আমল বলতে যা বোঝায়, তার সাথে আকাশ-পাতাল পার্থক্য। যেমন অনেকেই বলে, নামায- রোযা ঠিকমতো না করলে কী হবে, ঈমানতো ঠিক আছে কথাটি যার পরনাই হাস্যকর। । কারণ, যে ব্যক্তি বিশ্বাস করে, কুরআনে যা লেখা আছে তা আল্লাহর চিরসত্য বাণী।
কুরআনে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, সেগুলো পালন করার নামই তো আমল। নামাযের কথা তো পবিত্র কুরআনে অসংখ্য বার বলা হয়েছে, রোযার কথা ব্যাখ্যা- বিশ্লেষণ সহকারে আলোচনা করা হয়েছে সূরা বাকারায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুয়াত্তা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
- জান্নাতি দশ পুরুষ pdf বই ডাউনলোড
- রমযানের শিক্ষা ও মুমিন জীবন pdf বই ডাউনলোড
এরপর কীভাবে বলা যায়, নামায-রোযা না করলেও আল্লাহর কিতাবের উপর ঈমান ঠিক আছে। কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন স্পষ্ট বলেছেন, যারা জীবন সমস্যার সব সমাধান আল্লাহর আইন অনুযায়ী করে না, তারা কাফির। এ কিতাবের উপর বিশ্বাস দুরকম হতে পারে; ১. বিধর্মীদের বিশ্বাস মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কুরআন শরীফ, বস হলে গেল, এই পর্যন্তই। এ চেয়ে আর বেশি না, কিন্তু একজন মুসলমানের বিশ্বাস হবে; ১. এ কিতাব আল্লাহর বাণী, ২. এ কিতাব মহাসত্য, ৩. এর মধ্যে যা আদেশ করা হয়েছে তা পালন করতে হবে, ৪. যা নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকতে হবে এবং ৫. কোনো অবস্থাতেই এর অন্যথা করা যাবে না।
প্রতি হরফ দশ নেকি!!
যারা মনে করে, কুরআন পড়লেই সওয়াব, হরফ প্রতি দশ দশ নেকি, তাদের উদাহরণ নিম্নরূপ:
মনে করুন, আপনাদের একজন কাজের বুয়া আছে। আপনি আপনার দৈনন্দিন কাজের তালিকা করে তার হাতে দিয়ে বললেন, তুমি পড়তে পার? সে উত্তর দিল জ্বি আম্মা পারি। আপনি বললেন, এ তালিকা অনুযায়ী কাজ করবে। আগের কাজ আগে পরের কাজ পরে করবে। কাগজটা তুমি মুখস্থ করে ফেল, তাহলে সুবিধা হবে।
বার বার কাগজ দেখতে হবে না। আর কাগজটা মুখস্থ হলে তোমাকে দশ টাকা পুরস্কার দেব। এই বলে আপনি আপনার কর্মস্থলে চলে গেলেন। বিকেলে বাড়ি ফিলে আসতেই কাজের বুয়া দৌড়ে আপনার কাছে এল, হাসিমুখে, বলল, খালাম্মা! এটা মুখস্থ হলে দশ টাকা দিতে চেয়েছিলেন। এ দেখুন, আমার মুখস্থ হয়ে গেছে।
আপনি চতুর্দিকে তাকিয়ে দেখলেন, একটা কাজও করেনি। বুয়া কোনো কাজ না করে সারা দিন বসে বসে কাগজ পড়েছে। এবার কি তাকে আপনি পুরস্কার দেবেন, না তিরস্কার করবেন? কুরআনে পাচঁ রকম আয়াত আছে। হালা, হারাম, মুহকা, মুতাশাবিহ ও আমছাল। তোমরা হালালকে হালাল জেনে গ্রহণ করবে, হারাম বর্জন করবে মুহকামের নির্দেশ অনুযায়ী আমল করবে, মুতাশাবিহ বিষয়ের উপর ঈমান আনবে আর আমছাল উদাহরণ থেকে উপদেশ গ্রহণ করব।
নিচে তাকওয়া অর্জনই হোক মুমিন জীবনের লক্ষ্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | প্রফেসর’স পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | তাকওয়া অর্জন করা |
বইয়ের সাইজঃ | 1.66 MB |
প্রকাশ সালঃ | ২০০৯ |
বইয়ের লেখকঃ | মাসুদা সুলতানা রুমী |
অনুবাদঃ |