তাকওয়া মুমিনের সম্বল pdf বই ডাউনলোড। নিজের ও পরিবারের জন্য মুমিনের সম্ভাব্য শ্রেষ্ঠ বিনিয়োগটি হলো তাকওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথে এটি সর্বোত্তম পাথেয়। এরই দিকে আহ্বান করে কুরআন বলে, অর্থাৎ- আর তোমরা নিজেদের মধ্যে পাথেয় সংগ্রহ করো, কেননা তাকওয়াই শ্রেষ্ঠ পাথেয়। আর তোমরা আমাকে ভয় করো, হে বোধসম্পন্ন ব্যক্তিরা।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! তাকওয়া এক অবারিত সম্পদ, অমূল্য গুণ, সম্মানিত বস্তু, মহাসাফল্য এবং উভয় জগতের কল্যাণের আধার। এর সাথে জড়িত অনবদ্য ফজিলত এবং অগনিত প্রতিদানের প্রতিশ্রুতি নিয়ে একটু ভাবুন। আল্লাহ তাআলার এই বাণীই হয়তো পুরো বিষয়টির সারমর্ম হিসেবে যথেষ্ট আশা করছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- আখিরাতের শেষ সম্বল pdf বই ডাউনলোড
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- মৃত্যু মুমিনের শান্তি pdf বই ডাউনলোড
- মুমিনের ছয়টি কাজ pdf বই ডাউনলোড
আবার অর্থাৎ- আর আল্লাহ তাকওয়াবান ব্যক্তিদের বন্ধু। তাকওয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিগণ আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনের সফলতা এবঙ পরকালে জাহান্নাম থেকে মুক্তিদানের প্রতিশ্রুতি দান করেছেন। দয়াময় রবের সান্নিধ্যে তারা অনন্তকাল জান্নাতে বসবাস করবে।
হ্যাঁ, এটিই তাকওয়া অর্জনকারীদের মর্যাদা। প্রতিটি বিচক্ষণ ব্যক্তিই এরূপ সম্মানের প্রত্যাশী। বোকা ছাড়া আর কারও পক্ষেই এ সুযোগ হেলায় হারানো সম্ভব নয়। সাবধান! নির্বোধদের দলে গিয়ে ভিড়বেন না যেন। না হলে কিন্তু এমন এক মহাদিবসে আফসোস করতে হবে, যেদিন দুঃখ- অনুশোচনার কোনো মূল্য থাকবে না।
আল্লাহ যেন আমাদের সকলকে তারঁ পূণ্যবান নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন, তারঁ দয়ার বাহনে চড়িয়ে জান্নাতে প্রবেশ করান, আর করুনা করে সর্বোত্তম পরিণতি দান করেন। আল্লাহ তাআলার কাছেই প্রতিদানের আশা রাখি। তারঁ প্রতিই আস্থাজ্ঞাপন করি, আশ্রয়ও চাই তারঁই কাছে।
ফিরোজাবাদি রাঃ বলেন, তাকওয়া ক্রিয়াপদটির তিন বর্ণের মূল ধাতুর অর্থ হলো নিজেকে পাপাচার হতে রক্ষা করা, নিষিদ্ধ কাজ হতে সুরক্ষিত রাখা। শাইখ মুহাম্মাদ তানতাবি রহ. এর মতে,. মুত্তাকির বহুবচন মুত্তাকূন। ক্রিয়াপদ ইত্তাকা (সে নিরাপত্তা লাভ করল) থেকে এসেছে ক্রিয়া- বিশেষ্য মুত্তাকি। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে তাকওয়া মুমিনের সম্বল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 8.46 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম গাজ্জালী রহ.-গং |
অনুবাদকঃ | আশিক আরমান নিলয় |