তাক্বলীদ pdf বই ডাউনলোড। আল্লাহ তা’আলা মানব জাতির সার্বিক জীবন পরিচালনার জন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসাবে মনোনীত করে তার যাবতীয় বিধি-বিধান অহী মারফত পাঠিয়ে দিয়েছেন। অতএব প্রত্যেক মুসলিমের কর্তব্য হল একমাত্র অহী-র বিধানের যথাযথ অনুসরণ করা। কারণ মানুষের জ্ঞান অসম্পূর্ণ এবং তার বিবেক অপরিপক্ক ।
যার ফলে এক মানুষের বিবেক-বুদ্ধির সাথে অন্য মানুষের বিবেক-বুদ্ধির সংঘর্ষ হতে বাধ্য। পক্ষান্তরে আল্লাহ্র জ্ঞান পূর্ণাঙ্গ ও সবরকম দোষমুক্ত। তাই কেবল তাঁরই নির্দেশ মানুষকে সঠিক পথ দেখাতে পারে এবং মানুষকে সবরকম তর্ক-বিতর্ক ও হানাহানি থেকে বাঁচাতে পারে, যদি সমস্ত মানুষ তাঁর নির্দেশ খুশীমনে মেনে নিতে পারে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যা আল্লাহ তা’আলা বিশ্বমানবতার জন্য দান করেছেন। আর তাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ যুগে যুগে নবী-রাসূলগণকে প্রেরণ করেছেন এবং ইসলামের যাবতীয় বিধি-বিধান অহী মারফত জানিয়ে দিয়েছেন । সুতরাং অহী-র বিধানই একমাত্র অভ্রান্ত জীবনবিধান। বর্তমান বিশ্বে প্রায় দেড়শত কোটি মুসলমান বসবাস করে। তারা বিশ্বের অন্যান্য জাতির সাথে তাল মিলিয়ে সভ্যতা ও সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে চলেছে।
পিছিয়ে পড়েছে শুধু আল্লাহ্র বিধান পালনে। ফলে মুসলমান হওয়া সত্ত্বেও অনেকের আচরণ অমুসলিম-কাফেরদের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। আবার যারা ইসলামের বিধান বাস্তবায়নে নিয়োজিত, তারা অধিকাংশই শতধাবিভক্ত । বিভিন্ন তরীকা ও মাযহাবের বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ রেখে, পরস্পরে ঝগড়া- বিবাদে লিপ্ত হয়ে বিচ্ছিন্ন জীবন-যাপন করছে।
নির্দিষ্ট কোন মাযহাবের অন্ধানুসরণের কারণে আল্লাহ প্রদত্ত অহী-র বিধানকে বাদ দিয়ে মাযহাবী গোঁড়ামিকেই প্রাধান্য দিচ্ছে। তারা নিজেদেরকে মাযহাবের প্রকৃত অনুসারী দাবী করলেও মূলতঃ তারা অনুসরণীয় ইমামগণের কথাকে উপেক্ষা করে তাঁদের অবমাননা করছে। কারণ প্রত্যেক ইমামই তাঁদের তাক্বলীদ করতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং নির্দেশ দিয়েছেন তাঁদের কোন কথা কুরআন ও ছহীহ হাদীছের বিপরীত হলে তা বর্জন করতে। এ পুস্তকে এ বিষয়ে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ।
নিচে তাক্বলীদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.29 MB |
প্রকাশ সাল | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | শরীফুল ইসলাম বিন জয়নুল আবেদীন |
বইয়ের অনুবাদকঃ |