তানবিরুল হালাক pdf বই ডাউনলোড। ওলামায়ে কেরামগণের মন্তব্য: সে আমাকে জাগ্রত অবস্থায়ও দেখতে পাবে এ বক্তব্যেও ভিন্ন ভিন্ন মতামত ও ব্যাখ্যা দিয়েছেন আলেমগণ । কেউ বলেছেন, এর অর্থ হলো: আমাকে কেয়ামতের দিন দেখবে। এ কথায় জটিলতা আরো বৃদ্ধি পায়, নির্দিষ্টকরণে কোন লাভ নেই । কেননা কেয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সব উম্মতই তাঁকে দেখতে পাবে ।
যে দেখেছে সেও দেখতে পাবে, আর যে দেখেনি সেও তাঁকে দেখতে পাবে। আবার কেউ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশায় যে ঈমান এনেও ঐ সময়ে অনুপস্থিত থাকার কারণে তাঁকে দেখতে পারে নি, এ কথায় তার জন্য শুভসংবাদ রয়েছে যে, মৃত্যুর পূর্বে জাগ্রত অবস্থায় সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখবেই । অপর একদল বলেছেন, এ হাদীসের বাহ্যিক বা প্রকাশ্য অর্থই সুস্পষ্ট, পরিষ্কার; যে ব্যক্তি তাকে স্বপ্নে দেখল সে জাগ্রত অবস্থায়ও তাঁকে দেখবেই ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
অর্থাৎ (এ দুনিয়াতে) নিজের কপালের দুচোখ দিয়েই তাঁকে দেখবে । আবার কেউ বলেছেন, অন্তরের চক্ষু দিয়ে দেখবে । এ দুটিমতের উল্লেখ করেছেন কাজী আবু বকর ইবনে আল আরাবী । হায়াতুল
দেখল বিধায় জগ্রত অবস্থায়ও দেখবে), আম বা ব্যাপক-সার্বজনীন, সবার জন্যই তা উন্মুক্ত । উক্তিটিতে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পক্ষ হতে নির্দিষ্টকরণ ছাড়াই যে ব্যক্তি এতে (ব্যক্তি ও সময়ের) সুনির্দিষ্টতার শর্তারোপ করে, সে স্বেচ্ছাচারী, বিপথগামী ।
আবার কেউ কেউ পতিত হয়েছে হাদীসটির ব্যাপকতা নিয়ে অবিশ্বাসে। বলে থাকে, যাকে বিবেকে-বুদ্ধি প্রদান করা হয়েছে সে কীভাবে মেনে নিতে পারে যে, মৃত ব্যক্তিকে দৃশ্য জগতে (পৃথিবীতে) জীবিত দেখা যায়! তিনি বলেন, তাদের এ ভয়ঙ্কর উক্তির মধ্যে বিপদজনক দুটি দিক রয়েছে ।
তার প্রথম দিলটি হল: সত্যবাদী নবী এর চিরসত্য কথা অবিশ্বাস করা । যিনি প্রবৃত্তির তাড়নায় নিজ হতে কিছুই বলতেন না । (শুধুমাত্র তিনি তাই বলতেন, যা অহীলব্ধ, আল্লাহ প্রদত্ত। )
এদিকে আবু মুহাম্মদ জামারাহ তার কিতাব তায়লিকাত বা বোখারী শরীফ থেকে বাছাইকৃত হাদীসের পর্যালোচনা-সমীক্ষাগ্রন্থে এ হাদীসের আলোচনায় বলেছেন- এ হাদীস প্রমাণ করে; যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখল, সে অচিরেই তাঁকে জাগ্রত অবস্থায়ও দেখতে পাবে। এ দেখা কি আম (ব্যাপক-সার্বজনীন); যে তাঁর জীবদ্দশা ও মৃত্যু পরবর্তীতেও হবে, না শুধু জীবদ্দশায়ই হবে, তাকি সবার জন্যই নির্দ্ধারিত, না যারা তাকে স্বপ্নে দেখল শুধু তাদের জন্য।
নিচে তানবিরুল হালাক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সজনরী পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 6.64 MB |
প্রকাশ সাল | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | ইমাম জালাল উদ্দীন সূয়ুতী |
বইয়ের অনুবাদকঃ | আবুল খায়ের ইবনে মাহতাবুল হক |