তাফসীরুল কুরআন উৎপত্তি ও ক্রমবিকাশ pdf বই ডাউনলোড। মহাগ্রন্থ আল কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সা-েএর উপর নাযিলকৃত অনন্য মুজিযাপূর্ণ আসমানী কিতাব, মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান, হেদায়েত ও মুক্তি সনদ। যাবতীয় জ্ঞানের ভান্ডার পবিত্র কুরআনের ভাষা, শব্দ চয়ন, বর্ণনাভঙ্গি, বাক্যবিন্যাস ইঙ্গিতধর্মী।
তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশানাবলী সব সময় হৃদয়ঙ্গম করা সম্ভব হয়ে উঠে না। প্রয়োজন হয় এর ব্যাখ্যা-বিশ্লেষণের । পবিত্র কুরআন নাযিলের সময় থেকেই তাফসীর শাস্ত্রের সুত্রপাত ঘটে।
আরও দেখুনঃ আপনার সন্তানকে কি শেখাবেন pdf বই ডাউনলোড
মহানবী সা জিবরাঈল আ-এর মাধ্যমে আল্লাহর ওহী লাভ করার সময় তা মুখস্ত করেছেন এবং গোটা কুরআনের তাফসীর অনুধাবন করেছেন। নবী করীম সাঃ সাহাবীগণকে কুরআন শিক্ষা দেওয়ার সময় প্রাসঙ্গিক তাফসীরও বর্ণনা করতেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আমি তোমার প্রতি কুরআন নাযিল করেছি যেন তা ব্যাখ্যা করতে পার মানুষের জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে।
বস্তুত মহানবী সা-এর পুরো জীবনই ছিল কুরআন মজীদের বাস্তব ও জীবন্ত ব্যাখ্যা এরই ধারাবাহিকতায় সাহাবা, তাবেঈ ও তাবে- তাবেঈগণের যুগ পাড়ি দিয়ে এখন পর্যন্ত মুফাসসিরগণ পৃথিবীর নানা ভাষায় কুরআনের তাফসীর রচনা অব্যাহত রেখে চলেছেন: তা সবসময় অব্যাহত থাকবে।
আরও দেখুনঃ বাংলা তাফসীরুল উসরিল আখির pdf বই ডাউনলোড
তাফসীর এমন এক বিদ্যা যার সাহায্যে কুরআনের আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার কারণ, সংশ্লিষ্ট ঘটনার বিবরন, শব্দ ও আয়াতের ব্যাখ্যা-বিশ্লেষন উপমা-ইঙ্গিতসমূহের গূঢ়ার্থ ইত্যাদি যাবতীয় বিষয়ে ব্যাখ্যা-বিশ্লেষন করা গয়। কিয়ামত পর্যন্ত কুরআন মানুষের হোদায়েতের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
সময়ের পরিবর্তনের সাথে সাথে মানব জীবনের বিভিন্ন সমস্যা সমাধান ও যুগ-জিজ্ঞাসার প্রেক্ষিতে তাফসীরের মৌল নীতিমালার আলোকে তাফসীরকারকগন তাদেঁর কাজকে অব্যাহত রেখে চলেছেন। বিশিষ্ট লেখক ও গবেষক ড. মুহাম্মদ আবদূর রহমান আনওয়ারী তাফসীর শাস্ত্রের উৎপত্তি থেকে শুরু করে এর বিকাশের বিভিন্ন ধারা ও তাফসীর রচনার দিকর্নিদেশনা সম্পর্কে বিভিন্ন উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ ।
আরও দেখুনঃ মাযহাব অতীত বর্তমান ও ভবিষ্যৎ pdf বই ডাউনলোড
নিচে তাফসীরুল কুরআন উৎপত্তি ও ক্রমবিকাশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ কুরআন বিষয়ক বইয়ের সাইজঃ 53.7 MB প্রকাশ সালঃ ২০০২ বইয়ের লেখকঃ ড. মুহাম্মদ আবদুর রহমান আনওয়ারী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ