তাফসীরুল কুরআন ৩য় খন্ড pdf বই ডাউনলোড। কুরআন মজীদ আল্লাহর কালাম। এর ভাব ও ভাষা, শব্দ অর্থ সবই তারঁ নিজস্ব। এর ব্যাখ্যা করা সহজ কাজ নয়। কুরআনের ব্যাখ্যা কুরআন শরীফের ভেতরেই রয়েছে। এর এক আয়াতের ব্যাখ্যা সংশ্লিষ্ট অন্য আয়াতে পাওয়া যায়। আবার হাদীস শরীফেও অনেক আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়।
মহানবী সাঃ সাহাবা কিরামের জিজ্ঞাসার প্রেক্ষিতেও কোন কোন আয়াতের ব্যাখ্যা দান করেছেন। সাহাবা কিরামের জিজ্ঞাসার প্রেক্ষিতেও কোন কোন আয়াতের ব্যাখ্যা দান করেছেন। সাহাবা কিরামের আমলেও কতিপয় সাহাবা কুরআনের ব্যাখ্যা করেছেন।
আরও দেখুনঃ তাফসীরুল কুরআন উৎপত্তি ও ক্রমবিকাশ ২য় pdf বই
এমনিভাবে তাবেঈন ও তাবে- তাবেঈনের যুগ পাড়ি দিয়ে এখন পর্যন্ত এই ব্যাখ্যা বা তাফসীরের কাজ অব্যাহত রয়েছে। পৃথিবীর নানা ভাষায় যুগে-যুগে মুফাসসির বা ভাষ্যকার ও টিকাকারগন তাদেঁর সারা জীবনের সাধনায় এর ব্যাখ্যা-বিশ্লেষণ করার সৌভাগ্য অর্জন করেছেন।
তাফসীর এমন এক বিদ্যা যার সাহায্যে কুরআন মজীদের আয়াতের উদ্দেশ্য, অর্থ জানা যায় এবং এতে বর্ণিত নির্দেশাবলী, মাসআলা- মাসাইল রহস্য ও হিকমত সম্পর্কে আলোচনা করা হয়। তাফসীর প্রধানত দুপ্রকার। প্রথমত তাফসীর বিল মাসূর বা বর্ণনামূলক তাফসীর, দ্বিতীয়ত তাফসীর বির বায় অর্থাৎ বুদ্ধিভিত্তিক তাফসীর।
আরও দেখুনঃ তাফসীরুল কুরআন উৎপত্তি ও ক্রমবিকাশ pdf বই ডাউনলোড
কুরআনের তাফসীর সামগ্রিকভাবে ছয়টি বিষয়ের উপর লেখা হয়েছে : ১) আহকাম বিষয়ক (2) সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে রচিত তাফসীর (৩ ) ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে রচিত তাফসীর (৪) আভিধানিক দৃষ্টিকোণ থেকে রচিত (৫) ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে রচিত এবং (৬) কালাম বা আকীদাগত দৃষ্টিকোণ থেকে রচিত তাফসীর।
মহাবিশ্বের স্থায়িত্ব পর্যন্ত আল-কুরআন বিশ্বমানবতার হিদায়েতের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। পবিত্র কুরআন নাযিলের পর থেকে এর ব্যাখ্যা বিশ্লেষন হয়ে আসছে। কিয়ামত পর্যন্ত তা হতেই থাকবে। এ ব্যখ্যা বিশ্লেষণ হয়েছে বিভিন্ন ভাষায় ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। এই গ্রন্থটিতে লেখক তাফসীর সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশের সামগ্রিক ইতিহাস তুলে ধরার প্রয়াস চালিয়েছেন ।
আরও দেখুনঃ বাংলা তাফসীরুল উসরিল আখির pdf বই ডাউনলোড
নিচে তাফসীরুল কুরআন ৩য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ কুরআন বিষয়ক বইয়ের সাইজঃ 55.7 MB প্রকাশ সালঃ ২০০২ বইয়ের লেখকঃ ড. মুহাম্মদ আবদুর রহমান আনওয়ারী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ