তাফসীরে তাওযীহুল কুরআন
তাফসীরে তাওযীহুল কুরআন pdf বই ডাউনলোড। কুরআনের একটি স্বতন্ত্র হক এবং আল্লাহর তাআলার অতি বড় এক ইবাদত। এর বহু আদব রয়েছে। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল, সে যথাযথ আদব রক্ষা করে প্রতিদিন কুরআন মাজীদ তেলাওয়াত করবে।
তাজবীদের সাথে পড়া, মাখরাজ ও সিফাতের প্রতি লক্ষ্য রাখা এবং পাঠরীতির অনুসরণ করা তিলাওয়াতের অবিচ্ছেদ্য অংগ। আজকাল ও ব্যাপারে চরম উদাসিনতা লক্ষ্য করা যায়।
আরও দেখুনঃ ধর্মে বাড়াবাড়ি pdf বই ডাউনলোড
কুরআন মাজীদের অর্থ ও তাফসীর বোঝার জন্য তো সময় বের করা হয়, কিন্তু তেলাওয়াত সহীহ করার জন্য মশক করা কিংবা মশকের জন্য সময় বের করার প্রয়োজন মনে করা হয় না। যেন মানুষের কাছে কুরআনের তেলাওয়াত সহীহ করা অপেক্ষা অর্থ বোঝাই বেশি গুরুত্বপূর্ণ।
অথচ এ ধারণা সম্পূর্ণ গলত, কুরআনের প্রতি ঈমান আনার পর সর্বপ্রথম কাজই হল অবিলম্বে কুরআনের নিত্যকার ফরযসমূহের উপর আমল শুরু করে দেওয়া এবং সহী-শুদ্ধভাবে কুরআন-তেলাওয়াত শেখার জন্য মেহনত লেগে পড়া। এমনি ভাবে লক্ষ্য করা যায় অনেক কুরআনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য তো সময় বরাদ্ধ করে।
আরও দেখুনঃ নামায ত্যাগকারীর বিধান pdf বই ডাউনলোড
কিন্তু কুরআন শেকখার ও তাজবীদের সাথে তিলাওয়াতের যোগ্যতা অর্জন করার জন্য সময় দিতে চায় না। এটাও এক মারাত্মক অবহেলা। আরও লক্ষ্য করা যায় যে, সহী-শুদ্ধভাবে তেলাওয়াত জানা সত্ত্বেও অনেকে নিয়মিতভাবে কুরআন তেলাওয়াত করে না কিংবা তিলাওয়াতের প্রতি লক্ষ্যই দেয় না। আর এক্ষেত্রে তাদের বাহানা হল দ্বীনী বা দুনিয়াবী কাজের ব্যস্ততা।
বলা বাহুল্য এটাও গুরুত্বর অবহেলা। আল্লাহ তাআলা কুরআন-তেলাওয়াত সংক্রান্ত যাবতীয় অবহেলা ও উদাসীনতা থেকে আমাদেরকে রক্ষা করুন-আমীন। সম্প্রতি এক শ্রেণীর নব্যপন্থী এমন এক ফিৎনার উদ্ভব ঘটিয়েছে যা কুরআন- তিলাওয়াতের মত মহান ইবাদতের গুরুত্ব হ্রাস করার কিংবা তার গুরুত্ব অস্বীকার করার নিকৃষ্টতম উদাহরণ। তাদের মতে অর্থ না বুঝে তেলাওয়াত করার কোন ফায়দা নেই; বরং এরূপ তেলাওয়াত একটি গুনাহের কাজ [নাউযুবিল্লাহ]।
আরও দেখুনঃ তাওহীদ এবং কালিমা ত্বাইয়িবার তাৎপর্য pdf বই ডাউনলোড
নিচে তাফসীরে তাওযীহুল কুরআন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ কুরআন বিষয়ক বইয়ের সাইজঃ 23.8 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ মুফতি মুহাম্মাদ তাকী উসমানী (দা:বা) অনুবাদঃ মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ