তাফসীর ইবনে কাসীর ১ম ২য় ৩য় pdf বই ডাউনলোড। ইবনু কাসীরের স্বনাম খ্যাত শ্রদ্ধেয় শিক্ষক আল্লামা হাফিয ইবনু তাইমিয়ার সঙ্গে তারঁ ঘনিষ্ট নিবিঢ় সম্বন্ধ থাকার কারণে শিক্ষা ও জ্ঞানার্জন ব্যাপারে এই শিষ্যের উপর উসতাদের প্রভাববিস্তার করেছিল অতি প্রগাঢ় ভাবে। ইবনু কাসীর অধিকাংশ মাসআলায়ি হাফিয ইবনু তাইমিয়ার অনুসারী ছিলেন। ইবনু কাযী শাহাবা স্বীয় তাবাকাত গ্রন্থে বলেন:
এই স্বনাম ধন্য মনীষীর নাম আহমদ বিন আবদুল, হালীম, উপনাম আবুল আব্বাস, তাকীউদ্দীন তারঁ জনপ্রিয় উপাধি এবং ইবনু তাইমিয়া নামে তিনি সবার কাছে সুপরিচিত। তাইমিয়া ছিল আসলে তারঁ পিতামহের মায়ের নাম। তিনি অতি শিক্ষিতা ও বিদুষী মহিলা ছিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহকামে হজ্জ pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
এরঁ নামের সঙ্গে সম্বন্ধ জুড়ে তিনি ইবনে তাইমিয়া নাম ধারণ করেন। যয়নাব নামেও আরও একজন উচ্চ শিক্ষিতা বিদুষী মহিলার কাছে তিনি শিক্ষা লাভ করেন। ১২৬৩ খ্রিঃ দিমাশকের নিকট হার্রান নামক স্থানে তাঁর জন্ম। তিনি শৈশব থেকেই ছিলেন অনন্য প্রতিভা ও স্মৃতিশক্তির অধিকারী। অল্প বয়সেই তাফসীর হাদীস, আদব, দর্শন ফিকাহ প্রভৃতি বিভিন্ন শাসেত্র প্রভাব জ্ঞানার্জন করেন।
শৈশব ও কৈশোর থেকেই তারঁ শিক্ষাকমন্ডলী এই অসাধারণ প্রতিভা ও মেধাশক্তি দেখে বিমুগ্ধ হতেন। বিজ্ঞ পিতার ইন্তিকালের পর তাঁর পরিত্যক্ত শিক্ষায়তনে উত্তরাধিকার সুত্রে অধ্যাপনার দায়িত্বভার অর্পিত হয় সুযোগ্য সন্তান ইবনে তাইমিয়ার উপরে তিনি অতি নিষ্ঠার সঙ্গে এই গুরুদায়িত্ব পালন করেন। তবে তিনি রাষ্ট্রের পক্ষ থেকে প্রধান বিচারপ্রতি পদ অলংকৃত করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন।
তিনি শুধু সাধারণ বিদ্যাবত্তা এবং সকল শাস্ত্রে অগাধ, পান্ডিত্যের অধিকারীই ছিলেন না বরং মসির সঙ্গে অসি চালনার ক্ষেত্রেও তিনি সুদক্ষ সৈনিক ছিলেন। এভাবে শান্তি ও যুদ্ধ উভয় অবস্থাতেই তিনি, জাতির মূল্যবান খিদমত আঞ্জাম দিয়েছেন। কিন্তু প্রতিদানে জাতি তারঁ প্রতি চালিয়েছে অত্যাচারের স্টীম রোলার। যদি বইটি পড়তে চান! তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে তাফসীর ইবনে কাসীর ১ম ২য় ৩য় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | তাফসীর বিষয়ক বই |
বইয়ের সাইজ | 23.2 MB |
প্রকাশ সালঃ | ১৯৮৬ সাল |
বইয়ের লেখকঃ | হাফেজ ইমাদুদ্দিন ইবনু কাসীর রঃ |
বইয়ের অনুবাদকঃ | ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান |