তাবিয়িদের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড। সালাফে সালেহীন আমাদের জীবনের আদর্শ। আমাতের চেতনার বাতিঘর। তাদের জীবনাচর আমাদের উদ্বুদ্ধ করে হিদায়াতের পথে। হাত ধরে নিয়ে যায় জান্নাতের দিকে। তাই তাদের জীবনাচার জানার গুরুত্ব অপরিসীম। তাদের একেকটি কথা আমাদের জন্য আলোক মশাল সদৃশ। যার আলোতে অন্ধকার রাত্রিতেও আমরা খুজেঁ পাই আলোর দিশা। বিশেষত এই যুগে, যখন চারদিকে শয়তানি শক্তির জয়জয়কর, সেই সময়ে তাদের কথামালা ও অমুল্য নাসীহাত আমাদের মৃতপ্রায় অন্তরের জন্য সঞ্জীবনী সুধাবিশেষ।
প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানে খাইরুল কুরূন তথা কল্যাণপ্রাপ্ত প্রজন্ম হিসেবে স্বীকৃতি পাওয়া তিন প্রজন্মের হলো তাবিয়িগন। তাবিয়ি বলতে বোজানো হয় সেই প্রজন্মকে, যারা মুমিন অবস্থায় উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবায়ে কিরামের সাহচর্যধন্য হয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মারেফুল হাদীস ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- রাসুলের প্রশ্ন সাহাবিদের উত্তর pdf বই ডাউনলোড
- সাহাবিদের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
- রাসূলের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
- অমুসলিম মনীষীদের চোখে প্রিয় নবী pdf বই ডাউনলোড
তাদের স্বচক্ষে অবলোকন করেছেন, তাদের দারসগাহে বসেছেন, তাদের থেকে ইলম হাসিল করেছেন। ফলে তাদের জীবনাচার ছিল নববি জীবনের খুবই ঘনিষ্ঠ তাদের যাপিত জীবনে ফুটে উঠেছিল রাসূলে আরাবির রেখে যাওয়া আদর্শ।
ইমাম আহমাদ রাহিমাহুল্লাহ তারঁ কিতাবুয যুহদ-এ নবি রাসূল ও সাহাবিদের পাশাপাশি তাবিয়িগণের জীবনাচারের ওপরও আলোকপাত করেছেন। তুলে ধরেছেন তাদের জীবনের উপাখ্যাণ। কিভাবে তারা দুনিয়াকে দেখতেন, কোনভাবে তারা দুনিয়ার জীবনকে যাপন করতেন, আখিরাতের প্রতি কেমন ছিল তাদের দিলের আকর্ষণ ইত্যাদি।
কিতাবুয যুহদ-এ মাট তিন ধরণের বর্ণনা ছিল। নবি-রাসূলগণের, সাহাবিদের এবং তাবিয়িদের । প্রথম ধরণের বর্ণানগুলো রাসূলের চোখে দুনিয়া এবং দ্বিতীয় ধরণের বর্ণাগুলো সাহাবিদের চোখে দুনিয়া নামে ইতোমধ্যে প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এবার তৃতীয় ধরণের বর্ণাগুলো প্রকাশিত হতে যাচ্ছে তাবিয়িদের চোখে দুনিয়া নামে।
আশা করি এটিও পূর্বের ধারাবাহিকতায় পাঠকদের হৃদয় জয় করে নেবে। কিতাবুয যুহদ এর এই অংশটুকু যৌথভাবে অনূদিত হয়েছে। প্রথমাংশের অনুবাদ করেছেন তরু অনুবাদক , সাহসী লেখক মেধাবী আলেম প্রিয় ভাই আলী হাসান উসামা। যার ব্যপ্তি আমির ইবনু কায়েস রহিমাহুল্লাহ এর চোখে দুনিয়া থেকে হাসান বসরি রাহিমাহুল্লাহ -এর চোখে দুনিয়া পর্যন্ত । আর উমার ইবনু আবদুল আযীয রাহিমাহুল্লাহ এর চোখে দুনিয় থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশটুকু অনুবাদকের অনুবাদ করা।
নিচে তাবিয়িদের চোখে দুনিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল বায়ান |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 60.1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম আহমাদ ইবনু হাম্বাল |
অনুবাদঃ | আলী হাসান উসামা-গং |