তালাক ও তাহলীল
তালাক ও তাহলীল pdf বই ডাউনলোড। এই তালাক দুইবার। অতঃপর স্ত্রীকে হয় বিধিমত রাখিয়া দিবে অথবা সদয়ভাবে মুক্ত করিয়া দিবে। তোমরা তোমাদের স্ত্রীকে যাহা প্রদান করিয়াছতন্মধ্যে হইতে কোন কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নহে, অবশ্য যদি তাহাদের উভয়ের আশয়কা হয়।
তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না এবং তোমরা যদি আশংকা কর যে, তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিত পারিবে না, তবে স্ত্রী কোন কিছুর বিনিময়ে নিষ্কৃত পাইতে চাহিলে তাহাতে তাহাদের কাহারও কোন অপরাধ নাই। এইসব আল্লাহর সীমারেখা। তোমরা উহা লংঘন করিও না। যাহারা এইসব সীমারেখা লংঘন করে তাহারাই জালিম (বাকারাহ ২/২২৯)।
আরও দেখুনঃ যাকাতুল ফিতর ও উশর pdf বই ডাউনলোড
অতঃপর যদি সে তাহাকে তালাক দেয়, তবে যে তাহার জন্য বৈধ হইবে না, যে পর্যন্ত সে অন্য স্বামীর সহিত সংগাত না হইবে। অতঃপর সে যদি তাহাকে তালাক দেয় আর তাহারা উভয়ে মনে করবে যে, তাহারা আল্লারহ সীমারেখা রক্ষা করিতে সমর্থ হইবে, তবে তাহাদের পুনর্মিলনে কাহারও কোন অপরাধ হইবে না। এইগুলি আল্লাহর সীমারেখা, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন (বাকারাহ 2/২৩০)।
টিকা: ১৫৮। যে তালাকের পর ইদ্দতের মধ্যে ইচ্চা করিলে স্ত্রীকে পুনঃগ্রহন করা যায়, এখানে সেই তালাক্বে রাজ’ঈ-র কথা বলা হইয়াছে। ১৫৯। মহর অথবা কিছু অর্থ-সম্পদের বিনিময়ে স্ত্রী স্বামীর নিকট তালাক চাহিতে পারে। শরীআতের পরিভাষায় ইহাকে খুলা বলে। ১৬০। দুই তালাকের পর তৃতীয় তালাক দিলে স্বামী-স্ত্রীকে পুনঃগ্রহণ করিতে পারে না।
আরও দেখুনঃ আদাবুল মুফরাদ pdf বই ডাউনলোড
শানে নুযূল: জনৈক আনছারী ব্যক্তি একদা রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বলে, আল্লাহর কসম ! তোমাকে আমি কখনোই আশ্রয় দিবে না এবং বিচ্ছিন্নও করব না। স্ত্রী বলল, কিভাবে? লোকটি বলল, তোমাকে তালাক দেব। তারপর মেয়াদ নিকটবর্তী হলে তোমাকে ফিরিয়ে নেব। এইভাবে চলতে থাকে। তখন উক্ত মহিলা রাসুল সাঃ-এর নিকট আসে এমতাবস্থায় অত্র আয়াত নাযিল হয়।
আরও দেখুনঃ তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড
নিচে তালাক ও তাহলীল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ মাসায়েল বিষয়ক বইয়ের সাইজঃ 1.50 MB প্রকাশ সালঃ ২০০১ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ