তালিমে তরিকত ২য় খন্ড pdf বই ডাউনলোড। আকিদা – আল্লাহ্ তায়ালা এক, তিনি কাহারও মুখাপেক্ষী নহেন, তিনি কাহাকেও জন্ম দেন নাই; তাঁহার কোন স্ত্রী নাই। তাঁহার সমকক্ষ কেহ নাই। আকিদা – তাঁহার সমস্ত গুণাবলী চিরস্থায়ী, তাহা কখনও বিনষ্ট হইবে না। মখলুকের সিফাত হইতে তিনি পাক।
আকিদা পৃথিবীতে ভালমন্দ যাহা কিছু হইতেছে বা হইবে, উহা হওয়ার পূর্ব্ব হইতেই তিনি অবগত আছেন। তাহারই নাম তদীর। আল্লাহ তায়ালা বন্দাকে জ্ঞান, বুদ্ধি ও ইচ্ছা প্রদান করিয়াছেন, যাঁহার জন্য মানুষ স্বেচ্ছায় সওয়াব ও গুনাহের কার্য্য করিয়া থাকে কিন্তু বন্দার কোন কার্যকে পয়দা করিবার ক্ষমতা নাই। গুনাহের কার্য করিলে আল্লাহ তায়ালা নারাজ হন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
আর সওয়াবের কার্য্য করিলে তিনি সন্তুষ্ট হন। আকিদা আল্লাহ তায়ালা বান্দাকে এমন হুকুম করেন না যাহা তাহার দ্বারা সম্ভব হয় না। খোদা তায়ালার উপর কোন বস্তু বা বিষয়ের জিম্মা নাই। তিনি যাহা করেন কেবলমাত্র মেহেরবানীতে করিয়া থাকেন। আল্লাহ তায়ালা তাঁহার বান্দাকে সৎপথ দেখাইবার জন্য অনেক পয়গম্বর।
পাঠাইয়াছেন এবং তাঁহারা সকলেই গুনাহ হইতে পাক, তাঁহাদের দ্বারা সুপথ প্রদর্শন করাইবার জন্য আল্লাহ তায়ালা নূতন নূতন, অসম্ভব ও কঠিন কাৰ্য্যগুলি প্রকাশ করাইয়াছেন, যাহা সাধারণের দ্বারা সম্ভব নহে। এই গুলিকে মুজেযা বলে। আকিদাজানা ও অজানা যত পয়গম্বর আল্লাহ তায়ালা প্রেরণ করিয়াছেন; তাহার প্রকৃত সংখ্যা আল্লাহ তায়ালাই জানেন। তাঁহাদের প্রত্যেকের উপর ঈমান আনিতে হইবে।
আকিদা
–
পয়গম্বরের মধ্যে কাহারও দর্জা কাহারও চেয়ে বেশী রহিয়াছে। সকলের চেয়ে আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলায়হে অসাল্লামের দর্জা বেশী, তাঁহার পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসিবেন না। হজরত (দ:) সমস্ত মানুষ ও জিনের নবী।
আকিদা – আমাদের নবী করিম (দ:) কে আল্লাহ্ তায়ালা জাগ্রত অবস্থায় মক্কা শরীফ হইতে বায়তুল মুকাদ্দাস্ পর্যন্ত, সেখান হইতে সপ্তম আকাশে এবং তথা হইতে যে পর্যন্ত মঞ্জুর ছিল সেই পর্যন্ত লইয়া গিয়াছিলেন।
অতঃপর সেখান হইতে পুনরায় মক্কা শরীফে পৌঁছাইয়া দেন। ইহাকেই মি’রাজ বলে।
আকিদা আল্লাহ তায়ালা কতকগুলি জীবকে নূর দ্বারা সৃষ্টি করিয়া আমাদের নজর হইতে আড়লে রাখিয়াছেন তাহাদিগকে ফেরেশ্তা বলে। যখন কোন্ মুসলমান ভালমত এবাদত করে, গুণাহ হইতে দূরে থাকে এবং দুনিয়ার মুহব্বত ত্যাগ করিয়া হজরত পয়গম্বর (দঃ) এর আকিদা।
নিচে তালিমে তরিকত ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বাংলা হাদিস বই |
বইয়ের সাইজঃ | 10 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |