তিউনিসিয়ার ইতিহাস pdf বই ডাউনলোড। তিউনিসিয়া (তিউনিসীয় প্রজাতন্ত্র) আফ্রিকা মহাদেশের উত্তরে জিব্রাল্টার প্রণালি ও সুয়েজ খালের মধ্যবর্তী স্থানে ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত রাষ্ট্র। তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বে রয়েছে প্রজাতন্ত্রী লিবিয়া এবং পশ্চিমে রয়েছে আলজেরিয়া। রাজধানীর নাম তিউনিস। দেশটির আয়তন ১৬৩৬১০ বর্গ কিলোমিটার।
তিউনিসিয়ার চল্লিশ ভাগ ভূমি মরু অঞ্চল; বাকি অংশ সমুদ্র-সংযুক্ত উর্বর সমভূমি। তিউনিসিয়া তার ইতিহাসজুড়ে কার্থেজে ফিনিসীয় জাতির যুগ থেকে আজ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছে। রোমান শাসনামল থেকে তা ইফ্রিকিয়া’ ভূখণ্ড হিসেবে পরিচিতি পায়। সপ্তম শতাব্দীতে মুসলমানরা তিউনিসিয়া জয় করে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
সিয়েরা লিওন পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয়। কার্থেজ তার বিস্তৃত বাণিজ্যের মধ্য দিয়ে বিপুল ঐশ্বর্যরাশিতে টইটম্বুর হয়ে উঠেছিল। এই নগরীর একটি পরামর্শসভা ও নাগরিক সমিতি ছিল। পরবর্তী সময়ে কার্থেজের যাবতীয় কর্তৃত্ব বিচারকমণ্ডলী ও বাৎসরিক নির্বাচনে মনোনীত দু-জন শাসকের হাতে কুক্ষিগত হয়ে পড়ে। এই দু-জন শাসকের মধ্যকার দ্বন্দ্ব ও বিবাদ এবং তাদের রাজনৈতিক সংঘাত কার্থেজকে দুর্বলতা ও বিপর্যয়ের পথে ঠেলে দেয় ।
কাজে খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে সার্ডিনিয়া, মাল্টা ও বালিয়ারিক দ্বীপসমূহের ওপর আধিপত্য বিস্তার করেছিল; একইভাবে সিসিলির ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। রোমান নেতৃবৃন্দ ও কয়েকটি গ্রিক নগরীর সঙ্গে জোটবদ্ধ হয়ে কার্থেজ এ-আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু ৪৮০ খ্রিষ্টপূর্বাব্দে হিমেরা যুদ্ধে পরাজয়বরণের কারণে কার্থেজ সিসিলির ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়নি।
খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীর শুরুতে কার্থেজ ভূমধ্য সাগরের ওপর আধিপত্য বিস্তারে সক্ষম হয়। ফলে রোমানরা কার্থেজের বিরুদ্ধে উত্তেজিত হয়ে ওঠে এবং একে তাদের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। উভয় পক্ষের মধ্যে কয়েকটি যুদ্ধ হয়; এগুলো পিউনিক যুদ্ধ” হিসেবে পরিচিত। এ-যুদ্ধগুলোর শুরুতেই কার্থেজ সিসিলিকে হাতছাড়া করে।
নিচে তিউনিসিয়ার ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.85 MB |
প্রকাশ সাল | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | ড রাগিব সারজানি |
বইয়ের অনুবাদকঃ | আব্দুস সাত্তার আইনী |