তিনি ছিলেন এ ধারায় তাওহীদের সাক্ষী pdf বই ডাউনলোড। জনৈক কবি বলেছেন, শহীদের আত্মদান জাতির তরে প্রাণ। এ কথা অত্যন্ত বাস্তবসম্মত যে, একজন শহীদের মৃত্যুতে জাতির মাঝে এক জাগরনী উম্মাদনা সৃষ্টি হয়। মানুষ সেদিকে ধাবিত হয়। তারা চিন্তা ভাবনা করে যে, একজন ব্যক্তি এমনিতেই জীবন দিয়ে দিল? তার ধ্যাণ-ধারণা কি ছিল? তার এ চেষ্টা- প্রচেষ্টার উদ্দেশ্য কি ছিল? তার কষ্টেভরা এ সফরের শেষ কোন মনযিলেল উদ্দেশ্য ছিল? তার ব্যক্তিগত স্বভাব।
চরিত্র ও গুণাবলী কি ছিল? যেই জাতির মাঝে এই প্রশ্নগুলো সৃষ্টি হয়, তাদের মাঝে মুজাহিদীনের পরিচয় ও দাওয়াত ব্যাপক হয়। পরিণামে কিছু লোক ঐ দাওয়াতে প্রভাবিত হয়ে নিজ মুসলিম ভাই-বোনদের সাহায্যর উদ্দেশ্য ময়দানে ঝাপিঁয়ে পড়ে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হাদীস কাহিনী pdf বই ডাউনলোড
- তাওহীদ ও শিরক pdf বই ডাউনলোড
- তাওহীদের উপকারিতা pdf বই ডাউনলোড
- তাওহীদের সুনির্দিষ্ট বিষয় pdf বই ডাউনলোড
- কিতাবুত তাওহীদের ব্যাখ্যা pdf বই ডাউনলোড
অতঃপর সেও শহীদ হয়ে যায় এবং আরো অধিক লোক জেগে উঠার বীজ বপন করে যায়। এভাবেই সে পরবর্তী ফসল প্রস্তুত করে রেখে যায়। শাহাদাতের এ ধারাবাহিকতা পর্যায়ক্রমে বংশ পরস্মপরায় জাতির মাঝে সফলতা অর্জনের উপযোগী এক ইসলামী গণজাগরণের জোয়ার সৃষ্টি করে দেয়। ফলে একটা সময় এমন আসে যে, গোটা জাতি এক হয়ে নিজেদের অস্তিত্ব ও ইসলামী জীন্দেগী টিকিয়ে রাখার জন্য দায়ী।
***শহীদ উস্তাদ আহমাদ ফারুক রহিমাহুল্লাহর মুহতারামা স্ত্রীর ঈমানদীপ্ত স্মৃতিচারণ
এবং সংরক্ষণকারী হয়ে যায়। এভাবেই একজন শহীদের মৃত্যু সমগ্র জাতির জন্য জীবন সঞ্চারণের কারণ হয়। সুতরাং যুগের আহলে ইলম জ্ঞানী ও লেখকদের জন্য কর্তব্য হল।তারা উম্মাহর শহীদগণের জীবনী, চিন্তা-চেতনা, তাদের লেখাসমূহ ও ঈমানীদীপ্ত ঘটনাগুলো জাতিকে জানিয়ে উদ্ভুদ্ধ করার চেষ্টা করবেন। যাতে করে জাতি তার স্ব জাতির স্বকিয়তা অনুযায়ী শহীদানের উপস্থিতি ও তাদের ত্যাগ- কুরবানীর বরকত থেকে বঞ্চিত না হয়।
প্রচলিত বাস্তবতা হল, কোন মানুষের ব্যক্তিগত জীবনাচর, গোপন ও প্রকাশ্য গুনাবলী সম্পর্কে সবচেয়ে বেশি অবগত থাকে তার স্ত্রী। কোন ব্যক্তির কৃতিত্বের ব্যাপারে তার স্ত্রী থেকে বেশি সত্য সাক্ষী আর কেউ হতে পারে না। তাছাড়া এটাও মনে রাখতে হবে যে, স্ত্রী কর্তৃক তার স্বামীর কৃতিত্বের ব্যাপারে সাক্ষ্য দেয়া এবং তার গুণাবলী ও কৃতিত্বের প্রকাশ করা নতুন কোন কথা নয়।
আজ থেকে প্রায় চৌদ্দশত বছর পিছনে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে, একজন সৌভাগ্যবান স্ত্রী তার সম্মানিত স্বামীর শানে বলেছিলেন;- অর্থাৎ-আপনি তো আত্বীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলদের বোঝা নিজের কাঁদে উঠিয়ে নেন, অভাবীদের জন্য উপার্জন করেন, মেহমানদের মেহমানদারী করেন এবং সত্যের পথে কষ্ট সহ্য করেন।
নিচে তিনি ছিলেন এ ধারায় তাওহীদের সাক্ষী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.00 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |