তুমি সেই রানী pdf বই ডাউনলোড। এই হিজাব না সেই হিজাব একবার স্বামী খালেদের সাথে ও এক বিপণী কেন্দ্রে বের হলো। সেখানে ও এক হিজাবপরা মহিলাকে দেখতে পেলো, যার চেহারা সম্পূর্ণ আবৃত। এই প্রথম সে কোনো পূর্ণ হিজাপরা মহিলাকে দেখলো। তাই (হিজাবের) এই অচেনা আকৃতি দেখে ভীষণ অবাক হলো ও। বললো-*খালেদ। এ ভদ্র মহিলা এমন করে সারা মুখ ঢেকে রেখেছেন কেনো? তার চেহারা কি তবে ‘এসিড দগ্ধ’ যা প্রকাশ করতে তিনি লজ্জা পাচ্ছেন?’
খালেদ বললো- ‘না। ইনি আসলে হিজাব পরেছেন। এ হিজাবই প্রকৃত হিজাব। এমন হিজাবেরই নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’ কিছুক্ষণ চুপ থেকে স্ত্রী বললো- ‘হ্যাঁ, আমার কাছে ব্যাপারটা আগে স্পষ্ট ছিলো না। আমিও মনে করি সত্যিকারের ইসলামী হিজাব এমনই হওয়া উচিত। এমন হিজাবই আল্লাহ চান আমাদের কাছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
খালেদ বললো- “কিন্তু কী করে বুঝলে তুমি?’ ‘শোনো! আমি এখানে আসার পর যে বিপণী বিতানেই প্রবেশ করেছি, দেখতে পেয়েছি একদল মানুষ আমার চেহারার দিকে হা করে তাকিয়ে আছে। দৃষ্টি নামাচ্ছে না। যেনো ওরা আমার চেহারাকে গোগ্রাসে গিলছে। টুকরো টুকরো করে খাচ্ছে। সুতরাং বোঝা গেলো- আমার চেহারা ঢেকে রাখতে হবে। স্বামী ও নিকটাত্মীয় ছাড়া আর কেউই আমার মুখাবয়ব দেখতে পারবে না। আজ হতে আমি পূর্ণ ইসলামী হিজাব না পরে আর কোনো বিপণী কেন্দ্রে যাবো না। বাইরেও বের হবো না। বলো তো, কোথায় পাওয়া যায় এই হিজাব?’
খালেদ বললো-‘তুমি বরং আমার মা-বোনের মতো মুখ খোলা হিজাবই পরো!’ বললো- ‘মা! তা হয় না! আমি মুসলমান। পূর্ণ মুসলমান। তাহলে আমার হিজাব কেমো হবে ‘অমুসলমান’, অপূর্ণ?! সে হিজাবই পরতে চাই আমি, যা পছন্দ করেন আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।’ এভাবেই সময় গড়িয়ে যায়। তরুণী’র ঈমান-আমলও দিনদিন বাড়তে থাকে। খালেদের পক্ষ থেকে ওর প্রতি দয়া ও দরদের এবং প্রেম ও ভালোবাসার কোনো অভাব ছিলো না।
স্ত্রীও খালেদের মনের গভীরে ঠিকানা গড়ে তোলে- আনুগত্য ও ভালোবাসার পাপড়ি ছড়িয়ে ছড়িয়ে । স্বামীর সরব ও নীরব অনুভূতির সাথে কথা বলে বলে। খালেদের পরিবার ভীষণ খুশি। তারা ভাবে- ‘সেদিন কি আমরা রাস্তায় কোনো ‘রুশ তরুণী’ আবিস্কার করেছিলাম না পেয়েছিলাম জীবন্ত কোনো হীরা?
বেশ কিছুদিন পরের কথা। তরুণীটি নিজের পাসপোর্ট বের করে দেখলো- মেয়াদ প্রায় শেষের দিকে। অতিসত্তর নতুন পাসপোর্ট করতে হবে।
নিচে তুমি সেই রানী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল আখতার |
বইয়ের ধরণঃ | নারী ও পর্দা বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.5 MB |
প্রকাশ সাল | ২০০৭ সাল |
বইয়ের লেখকঃ | ড. মুহাম্মাদ বিন আবদুর রহমান |
বইয়ের অনুবাদকঃ | ইয়াহইয়া ইউসুফ নদভী |