তৃতীয় সহস্রাব্দের কিয়ামত pdf বই ডাউনলোড। ‘তৃতীয় সহস্রাব্দের কিয়ামত’ এমনই এক গ্রন্থ, যা মুসলিম বিশ্বের চেতনার গভীরে অবিরত ঝাঁকুনি দিয়েই চলে। আর শত্রুর দিকে তীর্যক দৃষ্টি তুলে বলে ওঠে তোমরা কি করছো, কি করতে চাও, আর কতটুকুই বা করতে পারবে, তা আমাদের জানা আছে। বিপুল তত্ত্ব ও তথ্যের আধার এ গ্রন্থ কিন্তু পাঠকের জ্ঞান পিপাসা নিবারণের লক্ষ্যে রচিত হয়নি। বর্ণনার চমক ও ভাষার লালিত্য রয়েছে এ গ্রন্থে কিন্তু গ্রন্থটি রচিত হয়নি নিছক একটি আকর্ষণীয় পঠন সামগ্রী সরবরাহের লক্ষ্যে।
এর লক্ষ্য মুসলিম মিল্লাতের মাথার উপর যে শকুনিরা ডানা ঝাপটাচ্ছে, তাদের চিনিয়ে দেয়া । তারা কি চায়, কেন চায়, কিভাবে চায়, তা বানান করে বুঝি য়ে দেয়া এবং তাদের সমবেত আকাঙ্ক্ষা যে প্রলয় অনিবার্য করে তুলছে তার একটি জীবন্ত ছবি এঁকে দেয়া । পাঠক সাধারণের জন্য গ্রন্থের বিষয়টি নতুন বটে। অধ্যায়গুলো তাদের কাছে মনে হবে নতুনতর । এর একটা ভালো দিক আছে। অভিনব বিষয় অনেক সময় পাঠকের মনোযোগ আকর্ষণ করে, চেতনায় ঢেউ তুলে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
এ গ্রন্থের এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় সেই ঢেউই উপলব্ধি করবেন মনোযোগী পাঠক। এক ঢেউ থেকে আরেক ঢেউয়ের চূড়ায় তিনি সাঁতার কাটবেন। বইটি পড়া শেষ হবে। এর বিভিন্ন তথ্য-তত্ত্ব ঘটনাবলী আলো হয়ে জ্বলে উঠবে। এবং আগামী দিনের আগাম বার্তাগুলো সহজ কাহিনীর মতো আপনাকে বুঝিয়ে দেবে বিদ্যমান দুনিয়ার চালচিত্র । এ গ্রন্থ হয়ে উঠবে আয়না, সেখানে আপনি দেখবেন জায়নবাদীদের নানান তৎপরতা, ষড়যন্ত্রের স্রোত, বিভিন্ন আকিদার অবয়ব, তাদের লক্ষ্য উদ্দেশ্য ও দৌড় ঝাঁপের ইতিবৃত্ত ।
এমন তরো আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ অবশ্য চোখে পড়ে । কিন্তু কোথাও ভাষা ও বিষয়ের প্যাচে পাঠক ক্লান্ত হয়ে পড়েন, কোথাও বুদ্ধিবৃত্তিক জটিলতার কারণে পাঠকের কাছে মূল মর্ম থেকে গেছে অধরা। গোটা বিষয়টি দুয়ে দুয়ে চারের মতো বোধগম্য হয়ে উঠেনি। এই গ্রন্থটি আপনাকে সর্বশেষ হিসাব ও বুঝিয়ে দেবে। এ গ্রন্থের লেখক ডক্টর আবদুল আজিজ বিন মোস্তফা কামিল সৌদী আরবের কিং সৌদ ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ কলেজে ইসলামী সংস্কৃতির অধ্যাপক।
তিনি আল-আজহারের ইসলামিক স্টাডিজ কলেজ থেকে ডক্টরেট অর্জন করেছেন। এই গ্রন্থটি রচনা করেন ১৯৯৯ সালের জুলাই মোতাবেক ১৪২০ হিজ রীর রবিউল আউয়াল মাসে। গ্রন্থকারের উপলব্ধি হলো ইহুদী খ্রিস্টান এবংতৃতীয় সহস্রাব্দের কিয়ামত মুসলমানদের মধ্যে নিকট অতীতের প্রতিটি সংঘাতে ধর্মীয় চেতনার প্রবল প্রভাব লক্ষ্য করা গেছে। বিশেষ করে ১৯৬৭ মোতাবেক ১৩৮৭ হিজরী আরব-ইসরাঈল যুদ্ধে যায়নবাদী রাষ্ট্রের বিজয় ইহুদী ও খ্রিস্টবিশ্বে ধর্মীয় ভাবাবেগের তীব্র তরঙ্গ বইয়ে দেয় ।
নিচে তৃতীয় সহস্রাব্দের কিয়ামত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামের ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 7.17 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড. আঃ আজিজ মোস্তাফা কামিল |
বইয়ের অনুবাদকঃ | মুসা আল হাফিজ |