তোমাকে ভালবাসি হে নবী
তোমাকে ভালবাসি হে নবী pdf বই ডাউনলোড। আরবে প্রত্যেক গোত্রের ছিলো স্বতন্ত্র বসবাস । কেননা আরব হলো মুরুভূমি ও পাহাড় -পর্বতের দেশ । বিরাট জনবসতি , কিংবা শহর – নগর গড়ে ওঠাও ছিলো অসম্ভব । কোথাও একটু পানির খোজ , কিংবা সবুজের সামান্য আভাস পাওয়া গেলে সেখানেই তাঁবু টানিয়ে নেমে পড়তো মরুভূমির জাহাজে ভেসে বেড়ানো পূরো দল ।
এভাবে গড়ে উঠতো ক্ষুদ্র একটা বসতি , যার স্থায়ী নির্ভর করতো পানি ও সবুজ ঘাসের উপর । মক্কা বাসিদের এই ছিলো জিবন ধারা । আশপাশের বসতি গুলোর ও একি অবস্থা ।
আরও দেখুনঃ এসো নামায শিখি pdf বই ডাউনলোড
নিয়ম তান্ত্রিক কোন রাজা বা রাজ্য ছিলো না মক্কায় । বড় বড় গোত্র থেকে দশ সদস্যের নির্বাচিত পঞ্চায়েতই স্থানীয় বিচার ও শাসন পরিচালনা করতো । পবিত্র কাবা গৃহের তত্তাবধায়কও নিযুক্ত হতো তাদের মধ্য থেকে । দীর্ঘকাল ধরে বহাল ছিলেঅ এ আন্ত গোত্রীয় ব্যবস্থা , যা মক্কাবাসীদের কাছে অলিখিত বিধানের মর্যাদা লাব করেছিলো ।
এর মধ্যে মক্কায় একবার বাইরের হানাদার বাহিনীর হামলা হলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রপিতামহ হাশিম তাদের সফল মোকাবেলা করলেন এবং বিপর্যস্থ হানাদার বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ রক্ষা করলো ।
আরও দেখুনঃ সুগন্ধির মতই তুমি pdf বই ডাউনলোড
মহাসংকটকালের এই বীরত্ব পূর্ণ ও সাহসী ভূমিকার মাধ্যমে হাশিম গোত্রীয় বীরের মর্যদা লঅভ করেছিলেন এবং মক্কায় তার একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিলেঅ । এমন কী মক্কাবাসীদের কাছে হাশেমীদের ও অনন্য মর্যদা উত্তরাধিকার – স্বীকৃতি লভ করেছিলো । হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতা হযরত।
আব্দূল্লাহ ২৬ বছর বয়সে বিবি আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন । আরবের অভিজাত গোত্রেরর অভিজাত তম হাশেমী পরিবারের এ বিবাহ বেশ ধুমধামের সাথেই সম্পন্ন হলো। গুন ও চরিত্র মাদুরে্য বিবি আমেনা ছিলেন মক্কার সম্ভ্রান্ত নারী সমাজের আদর্শ ।
আরও দেখুনঃ জানাযার কিছু বিধান pdf বই ডাউনলোড
নিচে তোমাকে ভালবাসি হে নবী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুল কলম বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 8.36 MB প্রকাশ সালঃ ২০০২ ইং বইয়ের লেখকঃ গুরুদত্ত সিং অনুবাদঃ মাওলানা আবু তাদের মিছবাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ