তোমার রব কে pdf বই ডাউনলোড। এই বিশাল পৃথিবীর একচ্ছত্র অধিপতি হলেন আল্লাহ । তিনিই আসমান জমীন ও এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুরই স্রষ্টা । তিনি হলেন খালিক বা স্রষ্টা । আমরা হলাম মাখলুক বা সৃষ্টি । মাখলুক এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ ।
আল্লাহ বলেন, “নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলে বাহন দান করেছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি”। এই বানী আদমের মধ্যে নানা আক্বীদা, নানা ধর্ম ও নানা বৈশিষ্ট্যের মানুষ রয়েছে । এর মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তারাই হলেন সৃষ্ঠ মানব সম্পদ ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমজান মাস pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- রমাদান তৃষাতুর অপেক্ষা pdf বই ডাউনলোড
আল্লাহ বলেন, “যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারাই সৃষ্টির সেরা”।` সৃষ্টির সেরা মানব জাতির মধ্যে অন্তর্ভূক্ত হওয়ার শর্ত হল ঈমান গ্রহন করা । আর ঈমান গ্রহনের পূর্বশর্ত হলো আল্লাহর সঠিক পরিচয় জানা । এমর্মে মহান আল্লাহ বলেন : فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهَ সুতরাং জান সেই আল্লাহকে যিনি ছাড়া কোন ইলাহ নেই । নিঃসন্দেহে প্রতিটি মানুষকে তিনটি বিষয়ে জানতে হবে ।
১. আল্লাহর পরিচয়, ২. দ্বীন এর পরিচয় ও ৩. মহানবী (ছাঃ)-এর পরিচয় । এই তিনটি বিষয় সকল মানুষের জানা ফরদ্ব এই জন্যে যে, এ মর্মে কবরে জিজ্ঞাসা করা হবে । যেহেতু কবরে মানুষ এ বিষয়ে জিজ্ঞাসিত হবে তাই তা সন্দেহাতীত ভাবে জানা প্রতিটি মানুষের উপর ফরদ্বে আইন । দুঃখজনক হলেও “সত্য যে আজও বহু মুসলিম এর মধ্যে আল্লাহর পরিচয়ে অস্পষ্টতা রয়েছে ।
আল্লাহ সম্পর্কে মানুষের অস্পষ্টতা দূর করণের গভীর প্রেরণাই এ বইয়ের অবতারণা । আল্লাহ সবাইকে তাঁর সঠিক পরিচয় জানার তাওফীক দিন আমীন! নিম্নে মানব সমাজে আল্লাহর সম্পর্কে ভ্রান্ত আক্বীদার একটি প্রতিবেদন আলোচনা করা হল :
জাহমিয়া : আল্লাহ এমন একটি শূন্য সত্তা, যার শ্রবণ, দর্শন ও দয়াগুন কিছুই নেই । আল্লাহ হলো নাম ও গুনহীন সত্তা। তিনি সর্বত্র বিরাজমান, তিনি আরশের উপর নেই। এদের নিকট আল্লাহর হাত অর্থ শক্তি, এরাই আল্লাহর গুণাবলীকে প্রথম পরিবর্তন করে । এরা হলো জাহমিয়া ।
জাহম বিন ছাফওয়ান সমরকন্দী (১২৮ হিঃ) ইয়াহুদীদের প্রবঞ্চনের শিকার হয়ে ইসলামের মধ্যে এই বিভ্রান্তির অনুপ্রবেশ করান। অবশ্য এই অপরাধে আদালত কর্তৃক মৃত্যুদন্ডে তাকে ফাঁসী দেওয়া হয়। তার ফাঁসী হলেও তার অনুসারীরা এই ভ্রান্ত আক্বীদা পোষণ করতে থাকে । এর ফলে তার নামে জাহমিয়া মাযহাব সৃষ্টি হয় ।
মুতাযিলা : আল্লাহ হলেন এমন সত্তা যার কোন গুনাবলী নেই। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন আশা করি উপকৃত হবেন।
নিচে তোমার রব কে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই বিষয়ক |
বইয়ের সাইজঃ | 18 MB |
প্রকাশ সাল | ২০০৮ সাল |
বইয়ের লেখকঃ | শায়খুল হাদিস মো আবু তাহের |
বইয়ের অনুবাদকঃ |