দরসে তিরমিযী ২য় খন্ড pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী যে, তিনি আমাদের জন্য দ্বীনের শিক্ষাকে অনেক সহজ করে দিয়েছেন। আল্লাহ তায়ালা এখন উলামায়ে কিরামের দ্বারা বাংলা ভাষার মাধ্যমেও দ্বীনের অনেক খেদমত নিচ্ছেন।
তিরমিযী শরীফ গ্রন্থখানা রচনা কাল থেকেই অন্যান্য হাদীস গ্রন্থ সমূহের সংগে সংগে তার অনন্যতাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। হাদীসের অন্যসব গ্রন্থগুলোর মতো তারও রয়েছে আলাদা গুন- আলাদা বৈশিষ্ট্য। আল্লাহর রহমতে সেই গুন আর বৈশিষ্টগুলোর জোরেই হয়তো কিতাবখানা আমাদের দরসে অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়া সিহাহ্ত সিত্তাহ গ্রন্থগুলোর একটিও এই তিরমিযী শরীফ।
কিতাবখানার গুন আর বৈশিষ্টে মুগ্ধ হয়েই হয়তো পাকিস্তানের বিখ্যাত আলেমে দ্বীন আল্লাম মুফতী তাকী উসমানী সাহেব (দাঃ বাঃ) কিতাবখানার উপর লিখেছেন দরসে তিরমিযী এর মতো একটি অনন্য গ্রন্থ। গ্রন্থখানা ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দরসে তিরমিযী ১ম খন্ড pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- দরসে ইবনে মাজাহ pdf বই ডাউনলোড
মাদরাসার ছাত্রদের অনেকেই উর্দূ ভাষায় দূর্বল হওয়ার কারণে এই অমূল্য গ্রন্থখানা থেকে পূর্ণ উপকৃত হতে পারছে না বলেই জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম পরিদাবাদ মাদরাসার সুযোগ্য শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন এর বাংলা অনুবাদ প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। তিনি দ্বীনের খেদেমতের উদ্দেশ্যে ‘আনোয়ার লাইব্রেরী’ নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান খুলেছেন। সেখান থেকেই দরসে তিরমিযীর বাংলা বের করেছেন।
দরসে তিরমিযী এর কতিপয় বৈশিষ্ট্যবলীঃ
১. দরসে তিরমিযীর সংগে পূর্ণ মিল রেখে ছাত্রবোধ অনুবাদ করা হয়েছে।
২. ইমাম তিরমিযীর বক্তব্য দেওয়া হয়েছে।
৩. ইমাম তিরমিযীর বক্তব্য ভিন্ন শিরোনামে লেখা হয়েছে।
৪. দরসে তিরমিযী ভিন্ন শিরোনামে লেখা হয়েছে।
৫. পরীক্ষার্থীদের সুবিধার্থে জটিল স্থানগুলোতে আপত্তি জবাব কিংবা প্রশ্নোত্তরে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
৬. হাদীসের নাম্বার করে দেওয়া হয়েছে।
নিচে দরসে তিরমিযী ২য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আনোয়ার লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | তিরমিযী হাদীস এর ব্যাখ্যা গ্রন্থ |
বইয়ের সাইজঃ | 29.1MB |
প্রকাশ সাল | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | মুফতি তাকি উসমানী |
বইয়ের অনুবাদকঃ | মুহসিন আল জাবির |