দাওয়াতে নববী উসুল
দাওয়াতে নববী উসুল pdf বই ডাউনলোড। ইসলাম এক ঐশী জীবনবিধান আর মুসলিম উম্মাহ হল সে জীবনবিধানের ধারক, বাহক। কিন্তু দুঃখের বিষয় যে, মুসলিম জনসাধারণই শুধু নয় বরং ওলামা ও মাশায়েখগণ পর্যন্ত অবহেলা উদাসীনতায় এ মহাসত্য সম্পর্কে সম্পূর্ণ বিস্মৃত হয়ে পড়েছেন। ফলে মুসলমানরাও আজ পৃথিবীর অপরাপর জনগোষ্ঠীর জাতিস্বত্তার সংজ্ঞা অনুসারে নিজেদেরকে নিছাক একটি জাতি রূপে ধারণা করে থাকে।
একদল তাদের জাতীয়স্বত্তার সৌধ নির্মাণ করেছে ভৌগলিক সীমারেখার উপর । আর অন্য দল ভাষা, বর্ণ বা রক্ত বৈশিষ্ট্যের উপর। মুসলিম সমাজে যাদের কিছুটা বোধ ও বুদ্ধি আছে খুব বেশী হলে এই মনে করনে যে, মুসলমানদের জাতিস্বত্তা অঞ্চল ও ভাষাভিত্তিক নয় বরং এক ধর্মভিত্তিক।
আরও দেখুনঃ সুন্নাত বিদআতের পরিচয় pdf বই ডাউনলোড
অথচ প্রকৃত সত্য তাদেরও চিন্তা-রেখার বুহু উর্ধেব। আর তা এই যে-মুসলমান হল পৃথিবীর বুকে আল্লাহ তায়ালার পক্ষ হতে এক বিশেষ পয়গাম বহনকারী জামাআত যাদের একমাত্র জীবন-কর্তব্য হল এ পয়গামকে রক্ষা করা এবং সার্বজনীন দাওয়াতের মাধ্যেমে মানব সমাজে এর প্রসার ঘটানো।
এ পয়গাম ও জীবনবিধান গ্রহনকারীরা ভাষা বর্ণ ও ভৌগলিকতার উর্ধ্বে সুনির্দিষ্ট দায়দায়িত্ব সম্পন্ন এক বৃহৎ পরিবারভুক্ত। এ পরিবার -বন্ধনই হল তাদের জাতীয়তা এবং এখানেই মুসলিম জাতিয় স্বত্তার স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য।
আরও দেখুনঃ তাবলীগের অতীত বর্তমান ভবিষ্যৎ pdf বই ডাউনলোড
এর পরম অনুধাবণের পর মুসলিম উম্মাহর সর্বপ্রধান কর্তব্য হল- পূর্ণ জ্ঞান অর্জনপূর্বক এই আসমানী পয়গাম অনুসরণ করা। তালীম ও দাওয়াতের মাধ্যমে এর প্রচার প্রসারে আত্মনিয়োগ করা এবং এর অনুসারীদের নিয়ে পূর্ণ দায়দায়িত্বমূলক একটি সার্বজনীন ভ্রাতৃ-পরিবার গঠন করা।
কিন্তু পরিতাপের বিষয় যে, মাত্র শতাব্দীর সময় ব্যবধানেই মুসলিম উম্মাহ তাদের এই জাতীয় দায়িত্ব বিলকুল ভুলে গিয়েছিল। আমাদের শাসকবর্গ দেশ জয় ও দেশ শাসনে তুষ্ট ছিলেন এবং রাজস্ব-সম্পদের স্রোতে গা ভাসানো এবং বিলাশ জৌলুস ভোগ করাকেই জীবনের সার্থকতা বেবে বসেছিলেন ।
আরও দেখুনঃ সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
নিচে দাওয়াতে নববী উসুল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হযরত ইলিয়াস রহঃ তার দ্বীনী দাওয়াত বইয়ের সাইজঃ 1.42 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হযরত সৈয়দ সোলাইমান নদভী রহঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ