দাজ্জাল pdf বই ডাউনলোড । দাজ্জাল শব্দের বেশ কিছু অর্থ রয়েছে। দাজালাল বাঈর অর্থ হচ্ছে কাতরান দিয়ে উট রঙ করা। কাতরান হল কালো রং। আরবের লোকেরা তাদের উটগুলোকে মাঝে মাঝে বিশেষ কোন এক কারণে কালো রং করত। কখনও কখনও রোগবা্লাই থেকে মুক্তির জন্য কালো রং করত।
এই কাতরান উটের গায়ের রং বদলে দিত। উটের গায়ের আসল রং পরিববর্তিত হয়ে যেত। এ ধরণের পরিবর্তন বুঝাতে দাজ্জাল শব্দ ব্যবহৃত হয়। কারণ দাজ্জাল সত্য বলবে না বরং সত্যকে লুকিয়ে রাখবে, গোপন করবে, ঢেকে রাখে। সে সত্যকে বদলে দিয়ে সত্যের জায়গায় মিথ্যা উপস্থাপন করবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দাজ্জাল ও ইসলাম pdf বই ডাউনলোড
- ওহীর আলোকে দাজ্জাল pdf বই ডাউনলোড
- দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf বই ডাউনলোড
- দাজ্জাল কি আসছে pdf বই ডাউনলোড
- শয়তান যেভাবে ধোঁকা দেয় pdf বই ডাউনলোড
আদ-দাজ্জাল শব্দের অর্থ ধোঁকাবাজ, প্রতরক। আরবী দাজালা শব্দ থেকে দাজ্জাল শব্দের উৎপত্তি। যার অর্থ মিশিয়ে দেওয়া, গোপন করা, ঢেকে ফেলা। সুতরাং দাজ্জাল হল সেই যে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে মানুষকে ধোঁকা দেয়। দাজ্জাল হল সেই ধোঁকাবাজ যে বিভিন্ন রকমের যাদু ও অলৌকিক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়।
ঈমাম কুরতুবী রহঃ আরবী আদ-দাজ্জাল শব্দটির দশটি ব্যবহারিক অর্থ খুঁজে পেয়েছেন অর্থ দশ রকমের হলেও মূল বিষয়বস্তু এক। আর তা হল সত্য গোপন করে মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করা। প্রতারণা ও ধোঁকাবাজির মাধ্যমে মানুষকে বোকা বানানো। যাদুকরেরা যেমন যাদু দেখানোর মাধ্যমে মিথ্যাকে সত্য বানিয়ে মানুষকে ধোঁকা দেয়। ঠিক তেমনি দাজ্জাল মিথ্যাকে সত্য বানিয়ে মানুষকে ধোঁকা দিবে। বিভিন্ন অলৌকিক ক্ষমতা বলে মানুষের ঈমান হরণ করবে। মানুষ তার প্রবঞ্ছনার শিকার হয়ে তার দলে যোগ দিবে।
ডেভিড কপারফিল্ড, আমেরিকার এক বিখ্যাত যাদুকর। সে একবার নিজেকে হাওয়ায় উড়িয়ে মানুষকে ধোঁকা দিয়েছিল । আরেকবার একটা আস্ত প্লেন গায়েব করে নিয়েছিল। মানুষ তার যাদু দেখে বিশ্বাসও করেছিল অথচ সবই ছিল ধোঁকা, প্রবঞ্চনা। মানুষকে বোকা বানানোর উপকৌশল।
এভাবেই বড় দাজ্জাল আসার আগে দুনিয়াতে এরকম ছোট দাজ্জাল আসতে থাকবে। যারা মানুষকে তাদের যাদু, অপকৌশল, অলৌকিক দক্ষতা দিয়ে ধোঁকা দিবে। মানুষকে বোনা মানাবে। চুড়ান্ত দাজ্জাল আসার আগে এসব ছোট ছোট দাজ্জাল তার গ্রহণযোগ্যতার ভিত্তি স্থাপন করবে। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে দাজ্জাল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আযান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 27.02 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ |