দাম্পত্যজীবন অজ্ঞতা ও পরিণাম pdf বই ডাউনলোড। কিছু দিন আগে আমার এক প্রিয় তালিবে ইলম দেখা করতে এসে বললো, হুযূর, আগামী পরশু আমার বিবাহ। চমকে উঠে তাকালাম। বড় বে-চারা মনে হলো। কারণ আমি ও একদিন বড় অপ্রস্তুত অবস্থায় জেনেছিলাম।
আগামীকাল আমার বিবাহ ভিতর থেকে হমদরদি উথলে উঠলো। ইচ্ছে হলো তাকে কিছু বলে যিন্দেগির এই নতুন রাস্তায় চলার জন্য প্রয়োজনীয় কিছু পাথেয়, আল্লাহর তাওফীকে তাকে দান করি।
আরও দেখুনঃ তোমাকে ভালবাসি হে নবী pdf বই ডাউনলোড
আল্লাহর তাওফীক ছাড়া আমরা কেই বা কী করতে পারি! তো তাকে জিজ্ঞাসা করলাম, বিবাহের জন্য কী প্রস্তুতি নিয়েছো? বড় ভোলাভালা নও জোয়ান! সরলভাবে বললো, আমার কিছু করতে হয়নি, সব প্রস্তুতি আববা-আম্মাই নিয়েছেন। কেন-কাটা প্রায় হয়ে গেছে, শুধু বিয়ের শাড়ীটা বাকি।
অবাক হলাম না, তবে দুঃখিত হলাম, আমার এই প্রিয় তালিবে ইলম এখন একজন যিম্মাদার আলিমে দ্বীন। দীর্ঘ কয়েক বছর আমাদের ছোহবতে ছিলো, তার কাছে বিবাহের প্রস্তুতি মানে হলো জিনিসপত্র এবং বিয়ের শাড়ী! তাহলে অন্যদের অবস্থা কী? বড় মায়া লাগলো; বললাম দেখো, মানুষ যে কোন কাজ করতে চায়, প্রথমে সে ঐ বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে।
আরও দেখুনঃ এসো নামায শিখি pdf বই ডাউনলোড
কাজটির হাকীকত ও উদ্দেশ্য কী? কাজটি আঞ্জাম দেয়ার সঠিক পন্থা কী? শুরু থেকে শেষ পর্যন্ত কী কী সমস্যা হতে পারে, সেগুলোর সমাধান কী? এগুলো জেনে নেয়। এজন্য দসত্তর মত আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার আয়োজন আছে, এমনকি বাস্তব প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে। অথচ জীবনের সবচে কঠিন ও জটিল অধ্যায়ে মানুষ প্রবেশ করে, বরং বলতে পারো ঝাপঁ দেয় কিছু না শিখে।
না জেনে এবং না বুঝে একেবারে অপ্রস্তুত অবস্থায়। ফল কী হতে পারে? কী হয়? অন্যদের কথা থাক, চোখের সামনে আমার কজন ছাত্রের ঘর ভেঙ্গে গেলো! একজনের তো এমনকি দুজন সন্তানসহ। প্রতিটা বিবাহ কোন শান্তি নেই..কিসের জন্য আজ এই অবস্থা। কিংবা ঘর হয়ত টিকে আছে, কিন্তু শান্তি নেই। স্বাভাবিক শান্তি হয়ত বজায় আছে,কিন্তু বিবাহ যে দুনিয়ার বুকে মানবের জন্য আল্লাহর দেয়া এক জান্নাতি নেয়ামত, সুকূন ও সাকীনাহ, সে খবর তারা পায়নি, শুধু অজ্ঞতার কারণে, শুধু শিক্ষার অভাবে।
আরও দেখুনঃ আমলে কোরআনী রূহানী চিকিৎসা pdf বই ডাউনলোড
নিচে দাম্পত্যজীবন অজ্ঞতা ও পরিণাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিয়ে বিষয়ক বইয়ের সাইজঃ 1.0MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মাওলানা আবু তাদের মিছবাহ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ