দুজনার পাঠশালা pdf বই ডাউনলোড। বিয়ের কথা শুনলেই মন কেমন আনন্দে নেচে উঠে। বুকে কেমন কামনার তৃষ্ণা জাগে। চোখের চারপাশে স্বপ্নগুলো কেমন রঙ্গ ছড়াতে থাকে। কল্পনার জাল বুনে কত বিনিদ্র রাত কাটে। এটি অবশ্যই আল্লাহ তায়ালার এক মহান নেয়ামত এবঙ ইসলামী শরিয়তের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত।
বিয়ের কথা শুনলে এমন আবেগ-অনুভুতি, আগ্রহ-উদ্দীপনা কাজ করে মূলত মানুষের মাঝে জৈবিক চাহিদা ও কাম ক্ষুধা থাকার কারণে। ইসলাম মানুষের জীবনে যৌনতার অস্তিত্বকে অকপটে স্বীকারে করে। স্বীকার করে না যৌনতার অনিয়ন্ত্রিত ও বিশৃঙ্খল ব্যবহারকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দুজন দুজনার pdf বই ডাউনলোড
- নবী ইউসুফের পাঠশালা pdf বই ডাউনলোড
- নবী ইউসুফের আ. পাঠশালা pdf বই ডাউনলোড
- বিয়ের উপহার pdf বই ডাউনলোড
- বাবা আমার বিয়ের ব্যবস্থা করুন pdf বই ডাউনলোড
মানুষ যাতে তার যৌন চাহিদাকে সুশৃঙ্খল ও সুনির্ধারিত পন্থায় যথার্থভাবে ব্যবহার করতে পারে এবং যৌনস্খলনের শিকার হয়ে মানব অস্তিত্ব ও মানব সমজকে পশু সমাজ পরিণত করতে না পারে তাই ইসলাম বিবাহ প্রথার প্রতি অধিক গুরুত্বারোপ করেছে।
সেই সাথে অবৈধ ও বিকৃত যৌনাচারের ভয়াবহ পরিণতি বর্ণনা করে এ থেকে নিরুৎসাহিত ও সতর্ক করছে। ভালোবাসাকে অপাত্রে না বিলিয়ে হালাল পাত্রে বিলাতে বলেছে। বিভিন্ন আয়াত ও হাদিসের মাধ্যমে বিয়ের ব্যাপারে উদ্ভুদ্ধ করেছে। কারণ, বিয়ের মাধ্যমে একজন মানুষের স্বভাবগত পরিচ্ছন্নতা, শারীরিক ও মানসিক ভারসাম্যতা এবঙ চারিত্রিক পবিত্রতা রক্ষিত হয়। তাকওয়া অর্জনের পথ সুগম হয়। মানব প্রজন্মের আগমন ধারা সুনিশ্চিত হয় বিশুদ্ধ ও পবিত্ররূপে। মানবসমাজ আলাদা হয় পশু সমাজ থেকে।
এ জন্যই বিয়ে ছিল সমস্ত নবিগণের সুন্নত এবঙ আমাদের রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, অর্থাৎ- এবং আপনার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদের দিয়েছি জীবনসঙ্গিনী ও সন্তান-সন্ততি। হাদীস শরিফে এসেছে, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন।
রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস নবী-রাসূলগণের সুন্নাত; লাজ-শরম,সুগন্ধি ব্যবহার, মেসওয়াক করা এবং বিয়ে করা। আশা করি বিয়ে নিয়ে কোন সংশয় থাকলে এই বইটির মাধ্যমেই সব জানা-অজানা তথ্য পাবেন। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে দুজনার পাঠশালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | প্থিক প্রকাশন |
বইয়ের ধরণঃ | দাম্পত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 24.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. হাসসান শামসি পাশা-গং |
অনুবাদকঃ |