দুনিয়ার ওপারে
দুনিয়ার ওপারে pdf বই ডাউনলোড। মৃত্যুর পর কি হবে ? এ প্রশ্নের সঠিক উত্তর একমাত্র পবিত্র কুরআন ও প্রমাণ্য হাদীস শরীফের মাধ্যমেই জানা সম্ভব । নিজস্ব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় । কারণ সত্যি সত্যি যে মৃত্যুবরণ করে , সে আর দুনিয়াতে ফিরে আসে না ।
যেমন কবি বলেছেন ঃযে ব্যাক্তি (মূল তত্তের ) খবর পেয়েছে , তার খবর কেউ পায়নি । কিন্তু কয়েকবছর পূর্বে আমি এমন একটি বই পড়েছিলাম , যে বইতে এমন লোকদের চিত্তা কর্ষক অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কাহিণী লিপিবদ্ধ হয়েছে ।
আরও দেখুনঃ দাম্পত্যজীবন অজ্ঞতা ও পরিণাম pdf বই ডাউনলোড
যারা মৃত্যুর প্রান্ত দেশে পৌছে ফিরে এসছে । তারা মৃত্যুর দুয়ারে পৌছে যা কিছু দেখেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । বউটির নাম হলেঅ Life after life(পরপারের জীবন) বইটি লিখেছেন আমেরিকার ডঃ রেমন্ড এ মোদী (Ramon A Modi) । ডঃ মোদী প্রথমে দর্শন শাস্ত্রে পিএইচডি করেছেন , পরবর্তিতে তিনি মডিক্যাল সেইন্সের বিভিন্ন বিভাগে কাজ করেছেন ।
দর্শন , মনস্তত্ত্ব ও মেডিসিন বিষয়ে তার বিশেষ ব্যুৎপত্তি রয়েছে । ডঃ মোদী সর্বপ্রতম ডঃ জর্জ রাচী নামক একজস মনস্তত্ত্ববিদ সম্পর্কে জানতে পারেন যে, তিনি যখন মারাত্নক নিউমোনিয়ায় আক্রান্ত আবস্থায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যান (এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হয় ) ।
আরও দেখুনঃ তোমাকে ভালবাসি হে নবী pdf বই ডাউনলোড
তখন ডাক্তাররা কৃত্রিম হৃদযন্ত্র সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করত তাকে বাচানোর শেষ চেষ্টা করে । এতে তার শ্বাস -প্রশ্বাস ফিরে আসে এবং তিনি সুস্থ হয়ে উঠেন । সুস্থ হওয়ার পর তিনি বর্ণনা করেছন যে , যখর ডাক্তাররা তাকে মৃত মনে করেছিল তখন অত্যাশ্চর্য ঘঠনা প্রত্যক্ষ করেন
। ডঃ মোদী এ ধরনের আরো কিছু ঘঠনা সম্পর্কে আবগত হন । অতঃপর তিনি খুব গুরুত্বর সাথে এ ধরনের লোক সম্পর্কে খোঁজ -খবর নিতে থাকেন এবং তাদের সঙ্গে দেখা করে সাক্ষাৎকার গ্রহণ করেন । এ ধরনের প্রায় দেড়শত লোকের সাক্ষাৎকার গ্রহণের পর তিনি এই বই রচনা করেন ।
আরও দেখুনঃ জানাযার কিছু বিধান pdf বই ডাউনলোড
নিচে দুনিয়ার ওপারে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 3.01 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ জাস্টিস মাওলানা মুহাম্মাদ তাকী উছমানী অনুবাদঃ মুহাম্মাদ হাবিবুর রহমান খানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ