দুনিয়া কি এবং কেন
দুনিয়া কি এবং কেন pdf বই ডাউনলোড। হযরত সাহল বিন সাদ রাঃ হতে বর্ণিত । তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জূল-হুলাইফা নামক স্থান দিয়ে গমন করেছিলেন। সেখানে তিনি একটি মৃত ছাগল দেখতে ছিল। এ দৃশ্য দেখে নবীজি উপস্থিত সাহাবীদের দৃষ্টি আকর্ষন করে বলেন, এ ছাগলটি কি তার মালিকের দৃষ্টিতে মূল্যহীন নয়? সাহাবায়ে কেরাম সমন্বয়ে বললেন, জ্বী হা হে আল্লাহর রসুল! অবশ্যই মূল্যহীন।
তখন নবীজি বললেন, যে সত্তার হাতে আমার জীবন তারঁ কসম! ছাগলটি যেমন তার মালিকের দৃষ্টিতে মূল্যহীন আল্লাহ তায়ালার দৃষ্টিতে এই দুনিয়া তার থেকেও অধিক মূল্যহীন । আল্লাহ তাআলার কাছে মাছির ডানা পরিমাণও যদি দুনিয়ার মর্যাদা থাকত, তাহলে তিনি কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। (ইবেন মাযা-৩০২)
আরও দেখুনঃ সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
হযরত মুসতাওরিদ বিন শাদ্দাদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদল সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। আমিও তাদের মধ্যে ছিলাম। নবীজীর গমন পথে একটি মরা ছাগল পড়া ছিল। মরে যাওয়ার কারণে ছাগলটিকে ফেলে দেয়া হয়েছিল। নবীজি ছাগলটির দিকে ইঙ্গিত করে বলেন, মালিকের কাছে কি এর কোনোই মূল্য নেই?
উপস্থিত সাহাবায়ে কেরাম প্রত্যুত্তরে বললেন, এক কানাকড়িও এর মুল্য নেই বলেই তো তাকে ফেলে দেয়অ হয়েছে। তখন নবীজি ইরশাদ করেন, যে সত্তার হাতে আমার জীবন, তার কসম দিয়ে বলছি, মালিকের দৃষ্টিতে এই মরা ছাগলটি যেমন নিকৃষ্ট, তার থেকে শত গুন বেশি নিকৃষ্ট এই দুনিয়া আল্লাহ তায়ালার দৃষ্টিতে। (ইবনে মাযা-৩০২)
আরও দেখুনঃ কুধারণা ও প্রতিকার pdf বই ডাউনলোড
হযরত ইবনে আব্বাস রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, এক মৃত ছাগলের র্পাশ্ব অতিক্রমকালে নবী করীম (সাঃ) -ইরশাদ করেন, আল্লাহ তাআলার কসম দিয়ে বলছি যে, মালিকের কাছে এই ছাগলটি যেমন মূল্য নেই, তেমনি আল্লাহ তাআলার নিকটে এই দুনিয়ারও বিন্দুমাত্র মূল্য নেই, বরং অত্যন্ত তুচ্ছ ও নিকৃষ্ট। (মাযমাউষ যাওয়ায়েদ- ১০:৩৭০)
আরও দেখুনঃ অন্তরের রোগ সম্পূর্ণ pdf বই ডাউনলোড
নিচে দুনিয়া কি এবং কেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল হিকমাহ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ দুনিয়া বিষয়ক হাদীস বইয়ের সাইজঃ 5.20 MB প্রকাশ সাল ২০১১ ইং বইয়ের লেখকঃ ইমাম আবু বরক বিন আবিদ্দুনিয়া অনুবাদঃ মাওলানা আলমগীর হুসাইনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ