দুর্গ পতন pdf বই ডাউনলোড। যে রাতে আলী বিন সুফিয়ান সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে বলছিলেন, যুদ্ধ থেকে আগত সেনাবাহিনী মিশরে অবস্থানরত সৈন্যদের ওপর রেগে আগুন হয়ে আছে, সেই রাতে এক রহস্যময় পীর কায়রো থেকে বহু দূরে একটি খেজুর বাগানে তাবু টানিয়ে বসেছিলেন। তার একটা নিয়ম ছিল, তিনি দিনের বেলা এবং চাঁদনী রাতে কারো সাথে দেখা করতেন না।
অন্ধকার রাত তার কথা বলার ও সাক্ষাতের সময়। তার মাহফিল অসংখ্য মোমবাতির আলোয় এমনভাবে সাজানো হতো, যেখানে আলো-আঁধারীর রহস্যময় এক জগত তৈরী হয়ে যেতো। সেই আলোর প্রভাব উপস্থিত দর্শকদের মধ্যে যাদুর মত কাজ করতো । তিনি যেখানে তাবু টানিয়ে দলবল নিয়ে বসেছিলেন, তার অদূরেই গ্রামের ভক্তকুল বসেছিল তাজিমের সাথে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনার যুগে মুজাহিদদের প্রতি নসিহত pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- কেসাস অসিয়ত ও রোযা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
তাদের মধ্যে অধিকাংশই ছিল মিশরীয় মুসলমান, কিছু ছিল সুদ্রানী হাবশী। সেই গ্রামে একটি মসজিদ ছিল। মসজিদের ইমাম ছিলেন একজন শান্তশিষ্ট নিরীহ আলেম। এক যুবক দু’মাস যাবত তাঁর কাছে ধর্মীয় শিক্ষা লাভ করতে আসতো । যুবকের নাম মাহমুদ । সে দূরের একটি গ্রাম থেকে আসতো । পড়ার প্রতি তার প্রবল আকর্ষণ ।তবে তার চেয়েও বেশি আকর্ষণ ছিল সেই গ্রামের একটি মেয়ের প্রতি। মেয়েটির নাম সাদিয়া ।
সাদিয়াও ভালবাসতো মাহমুদকে। প্রায় প্রতিদিনই মাহমুদের আসার পথে এক উপত্যকার ঢালে মেয়েটি বকরী চড়াতো এবং মাহমুদ এলে তাকে তার বকরীর দুধ পান করতে দিতো । গ্রাম থেকে দূরে সেই নির্জন চারণভূমিতেই তাদের প্রথম সাক্ষাৎ হয়। সাদিয়া সেখানে তার চারটি বকরী ও দুটি উটকে তখন পানি পান করাচ্ছিল। মাহমুদ পিপাসায় কাতর হয়ে পানি পান করার জন্য এগিয়ে গেল মেয়েটির কাছে। সাদিয়া তার হাতে পানি তুলে দিয়ে জিজ্ঞেস করল, ‘আপনি কোত্থেকে এসেছেন?”
‘আমি!’ বলল মাহমুদ, ‘অই ওদিক থেকে।’ ‘যাবেন কোথায়?’মাহমুদ উল্টো দিকে ইশারা করে বলল, ‘ওদিকে। সাদিয়া মাহমুদের কথা শুনে হেসে উঠল, ‘বারে! জায়গার কোন নাম নেই?”
‘নাম দিয়ে কি করবে তুমি? এ দুনিয়ার সবটাই আল্লাহর, আর আমি তার খলিফা। মানে, এ দুনিয়াটাই আমার। ফলে আমার যেখানে খুশি সেখানে যাবো, তাতে তোমার কি?’
মাহমুদের এমন আজব উত্তরে খিলখিল করে হেসে উঠল সাদিয়া । বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি বইটি পড়ে উপকৃত হবেন। নিজে পড়ুন এবং অন্য-কে পড়তে উৎসাহ করুন।
নিচে দুর্গ পতন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | প্রীতি প্রকাশন |
বইয়ের ধরণঃ | ক্রুসেড বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.50 MB |
প্রকাশ সাল | ২০০০ সাল |
বইয়ের লেখকঃ | আসাদ বিন হাফিজ |
বইয়ের অনুবাদকঃ |