দুর্নীতির পরিণাম ভয়াবহ pdf বই ডাউনলোড। দুর্নীতি একটি সামাজিক অভিশাপ। কোন জাতির ধ্বংসের পূর্বে তাদের মধ্যে দুর্নীতি মহামারীর মত বিস্তার করে থাকে। আল্লাহ তাআলা বিভিন্ন যুগে পৃথিবীর বিভিন্ন জাতিকে শাস্তি দেওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে আল-কুরআনে বলেন।
যারা দেশে সীমালঙ্গন করেছে এবং তাতে বড়বেশি দুর্ণীতি করেছে, তখন তাদের ওপর তোমার প্রভু শাস্তির কষাঘাত হানলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালনক পর্যবেক্ষণ করছেন (আল-কুরআন, ৮৯:১১-১৪)।
আরও দেখুনঃ বাংলার মুসলমানদের ইতিহাস pdf বই ডাউনলোড
এই আয়াতে, দেশে দেশে যারা আইন ও অধিকারের সীমা লঙ্গন করে, মহান আল্লাহর বিধানের বিরুদ্ধাচারণ করে এবং এই দুর্নীতি বিস্তারের ক্ষেত্রে বাড়াবাড়ি করে অর্থাৎ তাদের কারণে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে তখন আল্লাহ তাআলা ওই দেশ ও জাতির ওপর রুষ্ট হয়ে তাদেরকে নানাভাবে শাস্তি দেন- আল্লাহর এই নীতির কথা বলা হয়েছে।
সাধারণত পাপের পরিণাম সমাজের লোকদেরকে ভোগ করতে হয়, কিন্তু যখন কোন এক ধরণের পাপ প্রকাশ্যে সর্বত্র চর্চা হতে থাকে তখন আল্লাহ তাআলা চাবক মারার মত ভয়াবহ শাস্তি দিয়ে থাকেন। এ জন্যই আয়াতে বলা হয়েছে বা শাস্তির চাবক। আজ সমাজের সর্বস্তরে দুর্নীতির দাপট দেখতে পাই।
আরও দেখুনঃ আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
কোন কাজে নিয়ম- নীতি বা আইনের বিধি-বিধান না মেনে নিজের স্বার্থে বেপরোয়া কাজ করে যাওয়াকে এক কথায় দুর্নীতি বলা যায়। আইনকে ফাকিঁ দিয়ে কখনও কখনও পেশীশক্তি বা প্রভাব খাটিয়ে নিজের মতলব হাসিল করা হচ্ছে। বর্তমানে আমরা দেখতে চাই, সিন্টিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে, খাদ্যে, অষুধে, নির্মাণ সামগ্রীতে অথবা প্রসাধনী ইত্যাদি প্রায় সকল ভোগ্যপণ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে।
চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অথবা সরকারি-বেসরকারি চাকরিতে কোন সুবিধা লাভের ক্ষেত্রে ঘুষের লেনদেন এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষায় নকল, ভোটে কারচুপি, দলিল-দস্তাবেজে জালিয়াতি, শিক্ষাকে বাণিজ্য বানানো, অবৈধ দখলদারী, অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান, অসামাজিক কাছে উৎসাহিত করা টেন্ডারবাজি, চাদাঁবাড়ি, আর্থিক অনিয়ম ইত্যাদি সকল প্রকার দুর্নীতি হারাম।
আরও দেখুনঃ আবু গারিবের বন্দি pdf বই ডাউনলোড
নিচে দুর্নীতির পরিণাম ভয়াবহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.09MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ ডা. আব্দুল্লাহ আল মারূপ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ