দৃষ্টি শয়তানের বিষাক্ত তির pdf বই ডাউনলোড। হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করা সকল ফিতনার মূল। এটি সব ধরণের আসক্তির কেন্দ্রবিন্দু। কৃদৃষ্টি সকল কামনা-বাসনার দূত ও আহ্বায়ক। দৃষ্টির হিফাজত মূলত যৌনাঙ্গেরই হিফাজত। সুতরাং যে দৃষ্টিকে লাগামহীন ব্যবহার করে, সে নিজেকে ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে যায়। আল্লাহ তাআলা চক্ষুকে হৃদয়ের আয়না বানিয়েছেন।
যখন বান্দা নিজের দৃষ্টিকে অবনত রাখবে, হৃদয়ও কামনা-বাসনা ও প্রবৃত্তির আগুন দমিয়ে রাখবে। আর যখন চক্ষুকে বল্গাহীন রাখবে, হৃদয়ও প্রবৃত্তির লাগাম ছেড়ে দেবে এবং কামনার আগুন প্রজ্বলিত করে তুলবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কালান্তরে দৃষ্টিপাত pdf বই ডাউনলোড
- রাতের সূর্য pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অদ্বিতীয় রাসুল অদ্বিতীয় জানাযা pdf বই ডাউনলোড
- হারাম শরীফের দেশ pdf বই ডাউনলোড
এ জন্যই আল্লাহ সুরা নূরে যৌনাঙ্গ হিফাজতের বিষয়টি উল্লেখ করার আগে দৃষ্টি সংযত রাখার বিষয়টি উল্লেখ করেছেন। কারণ, এটিই জিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। আল্লাহ তাআলা বলেন; মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হিফাজত করে।
এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। নিশ্চয় তারা যা করে, আল্লাহ তা অবহিত আছেন। আর ইমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে।সুন্দরীর দর্শন হৃদয়ের ক্লান্তি। অধিক দৃষ্টি সময়ের অপচয় এবং পরিতাপের দীর্ঘায়ন। হে শান্তিকামী, হে মুক্তি-প্রত্যাশী, তোমার দৃষ্টি সংযত রাখো, হারাম ও অবৈধ ক্ষেত্র থেকে নিজেদের দৃষ্টি সরিয়ে নাও। দৃষ্টিপাতের ব্যাপারটিকে তুচ্ছ জ্ঞান করো না। কেননা, বড় বড় বিপর্যয়ের সূচনা এখান থেকেই হয়।
যেমন বিশাল অগ্নিকান্ডের সূচনা ঘটে সামান্য অগ্নিস্ফুলিঙ্গ থেকে। নিশ্চয় অপরাধের ক্রমপর্যায় হলো, প্রথমে দৃষ্টিপাত, তারপর কল্পনা, তারপর পদক্ষেপ, তারপর অপরাধ। প্রিয় মুসলিম ভাই আমার, গাইরে মাহরাম (যাদের সাথে বিয়ে বৈধ)নারী- পুরুষ একজনের প্রতি অন্যজনের দৃষ্টিপাত হারাম হওয়ার ব্যাপারে পূর্ববর্তী ও পরবর্তী সকল আলিম ও ফকিহ একমত পোষণ করেছেন।
গাইরে মাহরাম বলতে ওই সকল নারী-পুরুষকে বোঝায়, যাদের মাঝে রক্ত-সম্পর্কিত কোনো বন্ধন নেই এবং বিয়ে হারাম হওয়ার অন্য কোনো কারণ, যথা দুধ-সম্পর্কিত ইত্যাদি বন্ধন নেই। গাইরে মাহরাম একে অপরকে দেখা হারাম। এদের পারস্পারিক বিয়েকে শরিয়ত হালাল করেছে। সুতরাং এদের জন্য একে অপরের প্রতি দৃষ্টিপাত করা এবং নির্জন জায়গায় সাক্ষাৎ করা সকল মুসলিমের ঐক্যমত্যে হারাম। ও খুব ভালো মানুষ, ও অনেক বুজুর্গ ব্যক্তি এ ধরনের অজুহাত এ ক্ষেত্রে কোনোরূপ বৈধতা সাব্যস্ত করবে না। বড় কোনো কিছু সম্ভাবনা না থাকার অজুহাতেও দৃষ্টিপাত করা বৈধ নয়।
নিচে দৃষ্টি শয়তানের বিষাক্ত তির pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | রুহামা পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.09 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল মালিক আল কাসিম |
অনুবাদঃ |