দৈনন্দিন জীবনে ইসলাম
দৈনন্দিন জীবনে ইসলাম pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা মানব জাতিকে কেবল তারঁ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং ইবাদতের যাবতীয় নিয়ম-পদ্ধতি অহী মারফত জানিয়ে দিয়েছেন, যা পবিত্র কুরআন ও হাদীছ গ্রন্থ সমূহে বিদ্যমান। কিন্তু মানুষের জ্ঞানের ভিন্নতার কারণে কুরআন-হাদীছ গ্রন্থ সমূহে বিদ্যমান।
কিন্তু মানুষের জ্ঞানের ভিন্নতার কারণে কুরআন-হাদীছ বুঝার ক্ষেত্রে তারতম্য হয়েছে। তাদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই নিজের মতকে অন্যের মতের উপর প্রাধাণ্য দিতে গিয়ে পরস্পরের মধ্যে এমন হিংসা-বিদ্বেষের সৃষ্টি হয়েছে ।
আরও দেখুনঃ তালাক ও তাহলীল pdf বই ডাউনলোড
যাতে নিরপেক্ষভাবে কুরআন ও ছহীহ হাদীছ মানতে চরশভাবে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। আর এর ফলে বর্তমানে রচিত হয়েছে বিভিন্ন মতের বহু ফিকহের কিতাব। যেগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে কুরআন ও ছহীহ হাদীছকে উপক্ষো করে মানুষের মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ সকল মানব রচিত ফিকহের কিতাবগুলো অভ্রান্ত অহী-র বিধানকে এমনভাবে গ্রাষ করেছে ।
যে অহী-র বিধানকেই মানুষ বাতিল মনে করতে শুরু করেছে। মানব রচিত এ সকল মাযহাবী ফিকহের বেড়াজালকে ছিন্ন করে একমাত্র অহী-র বিধানকে বিবেকবান মানুষের সম্মুখে তুলে ধরার লক্ষ্যেই দৈনন্দিন জীবনে ইসলাম শিরোনামে আমার এ লিখনির পথযাত্রা।
আরও দেখুনঃ যাকাতুল ফিতর ও উশর pdf বই ডাউনলোড
এর মধ্যে ইসলামের অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলি ধারাবাহিক ও পৃথকভাবে প্রকাশ হবে -ইনশাআল্লাহ ! !! ফিকহ মূলতঃ ইবাদত ও মুআমালত এই দুটির সমন্বয়ে গঠিত। এর মধ্যে আসল হল ইবাদত। আর সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হল ছালাত, যা পবিত্রতা অর্জন ব্যতীত আদায় হয় না।
এ কারণে সকল মুহাদ্দিছ এবং ফক্বীহগণ ত্বাহারাত বা পবিত্রতা অধ্যায় দিয়ে গ্রন্থ প্রনয়ণ শুরু করেছেন। তাদেরঁ পদাস্ক অনুসরণ করে আমিও পবিত্রতা অধ্যায় দিয়েই দৈনন্দিন জীবনে ইসলাম বইয়ের সুচনা করছি। বইটি পাঠকদের সামান্যতম উপকারে আসলে আমরা আমাদের শ্রম সার্থক মনে করব। বিজ্ঞ পাঠক মহলের কাছে সুচিন্তিত পরামর্শ কামনা করছি।
আরও দেখুনঃ আদাবুল মুফরাদ pdf বই ডাউনলোড
নিচে দৈনন্দিন জীবনে ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 1.90 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ