দ্বীনে অবিচল থাকার উপায়
দ্বীনে অবিচল থাকার উপায় pdf বই ডাউনলোড। প্রকৃত মুসলিমের সব থেকে বড় কাজ ও সুমহান বৈশিষ্ট্য হলো স্বীয় দ্বীনের উপর অবিচল থাকা। নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম)-এর আদর্শসমূহের যত্ন নেওয়া। কোন প্রকার দ্বিধা-দ্বন্দ্বে না ভুগে তার অনুসরণ করা।
এবং অমুলক সন্দেহের বাধাহীন প্রবৃত্তির এবং প্রচলিত ফিতনার বশীভূত হয়ে তার (অনুসরণ) থেকে বিমুখ না হওয়া। কারণ, হক্ব ও বাতিলের মধ্যে সন্দিহান হওয়া এবং সুসাব্যস্ত সুন্নাতকে ধারণ করার পর আবার ত্যাগ করা।
আরও দেখুনঃ ইসলামি জিবন পদ্ধতি pdf বই ডাউনলোড
ঈমানদারদের কাজ নয়,বরং এটা কাফের ও মুনাফেক প্রকৃতির লোকদের কাজ। পবিত্র কুরআনে তাদের চরিত্রের কথা এই বলা হয়েছে যে, তাদের কথঅ ও কাজের মধ্যে বড় বিরোধ থাকে এবং প্রত্যেক অবস্থায় তারা পথের পরিবর্তন করতে থাকে মহান আল্লাহ বলেন; অর্থাৎ মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে।
সুন্দর ভাবে জিবন যাপন করার জন্য আমাদের অবশ্যই দ্বীনে অবিচল থাকতে হবে ।
যদি সে কল্যাণ প্রাপ্ত হয়, তাহলে তার মন হৃদয় প্রশান্তি লাভ করে। আর যদি কোন পরীক্ষায় পড়ে, তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই প্রকাশ্য ক্ষতি। (সূরা হাজ্জঃ ১১) সঠিক পথ ও মতকে আকড়ে ধরা এবং তার উপর অটল থাকা হলো, অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহের অন্যতম, যা অবলম্বন করা এবং এর (সত্য পথ ও মতের উপর কায়েম থাকার) জন্য চেষ্টা করা মুমিনের অপরিহার্য কর্তব্য।
আরও দেখুনঃ সম্পদ অর্জন ও ব্যায় pdf বই ডাউনলোড
এ দুটি হলো সমূহ নিয়ামতের মধ্যে এমন বৃহত্তম নিয়ামত, যার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং যার যত্ন নেওয়া মানুষের উপর ওয়াজিব। আর আকড়ে ধরার অর্থ হলো, আল্লাহর আনুগত্য করা তার নির্দেশিত ফরয কাজ আদায় করা তার হারামকৃত জিনিস থেকে দুরে থাকা এবং এর উপর অবিচল থাকা।
সুফিয়ান বিন সাক্বাফী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসুল।আমাকে ইসলামের ব্যাপারে এমন একটি কথা বলে দিন যে বিষয়ে আমি আপনি ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করবো না। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) বললেন, অর্থাৎ, বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি তারপর এর উপর অবিচল থাক।
আরও দেখুনঃ রাসুল সাঃ এর তাবলিগ pdf বই ডাউনলোড
নিচে দ্বীনে অবিচল থাকার উপায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.42 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ