দ্যা রিয়েল লাভ pdf বই ডাউনলোড। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন—কারো হৃদয় যদি আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়ে, আল্লাহ তখন সেই ব্যক্তির ওপর তাকে পরিপূর্ণভাবে নির্ভরশীল করে দেন আর তখন শেষ পর্যন্ত সেই ব্যক্তিই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তিনি আরও বলেন—আল্লাহর ভালোবাসা পেতে হতে হলে সবার আগে তিনটি কাজ করতে হবে।
প্রথমত : নিয়মিত কুরআন তিলাওয়াত করতে হবে। কুরআন বুঝতে হবে আর কুরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি কুরআনের সঙ্গে মজবুত সম্পর্কটি আরও সুদৃঢ় করতে হবে।
দ্বিতীয়ত : ফরজ আমল যথাযথভাবে পালন করে নফল আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে হবে। অধিক পরিমাণে নফল আমল –তাহাজ্জুদ, পরোপকার, দান- সদকা এসব প্রচুর পরিমাণে করতে হবে।
তৃতীয়ত : সারাক্ষণ নিজের জিহ্বা, অন্তর আর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা জিকির (আল্লাহর স্মরণ) চালু রাখতে হবে। আপনি যত বেশি জিকির করবেন, আল্লাহর- আপনার সম্পর্ক তত দৃঢ় হবে। আপনি আল্লাহর কাছে তত প্রিয় হবেন।” সুবহানাল্লাহ! কী চমৎকার একটি জীবন! আপনি বিচরণ করছেন মাটির পৃথিবীতে, সবার মতো আহার-নিদ্রা করছেন। আর আকাশের অধিপতি আসমান-জমিনের অধিবাসীদের ডেকে আপনার নাম নিয়ে বলছেন, আমি ওমুককে ভালোবাসি। তোমরাও তাকে ভালোবাসো।
আরও ইসলামিক বই দেখুনঃ
বান্দা থেকে শুরু করে বনের পশু, সমুদ্রের মাছ, গর্তের পিঁপড়ে পর্যন্ত তাকে ভালোবাসে। আল্লাহু আকবর! পৃথিবীতে মানুষের জন্য এর চাইতে আনন্দের, সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া ও রহমতকে ১০০ ভাগ করেছেন। তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আর পৃথিবীতে এক ভাগ পৃথিবীর সকল প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছেন।
এই এক ভাগের কারণেই তার সৃষ্টিগুলো একে অপরের প্রতি দয়া করে। আল্লাহ তাআলার প্রতি ঈমানের দাবি অনুযায়ী মুসলিম ব্যক্তি কাউকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য এবং কাউকে ঘৃণা করবে—তাও শুধু আল্লার জন্য। কারণ, আল্লাহ ও তাঁর রাসুলের পছন্দই তার পছন্দ এবং আল্লাহ ও তাঁর রাসুলের অপছন্দই তার অপছন্দ;
সুতরাং আল্লাহ ও তার রাসুলের ভালোবাসার কারণেই সে তাকে ভালোবাসবে এবং তার প্রতি তাদের ঘৃণার কারণেই সে তাকে ঘৃণা করবে; আর এ ব্যাপারে তার দলিল হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলেছেন-অর্থাৎ- যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে দান করলো এবং আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে ব্যক্তি নিজ ঈমানকে পূর্ণতা দান করল।
নিচে দ্যা রিয়েল লাভ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বান্দা ও আল্লাহর সম্পর্ক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 14.24 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শারমিন জান্নাত |
বইয়ের অনুবাদকঃ |