দ্য ক্রসিং
দ্য ক্রসিং pdf বই ডাউনলোড। কয়েক বছর ধরেই আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে ইউরোপে শরণার্থীদের ঢল নামতে দেখেছি এবং এই ভেবে অাক হয়েছি যে কী সেই পরিস্থিতি।
যা মানুষকে তাদের ঘর, পরিবার এবং নিজ দেশ ছেড়ে এমন অনিশ্চিত ভয়ংকর জীবনযাত্রার দিকে ঠেলে দিচ্ছে, যেখানে তাদের কোলের শিশুটিও সমুদ্রের অর্মাজনীয় ঢেউয়ের হাত থেকে রেহাই পায় না।
আরও দেখুনঃ আক্বিদা ওয়াসেত্বিয়া pdf বই ডাউনলোড
২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিস হামলায় ঘটনাও আমরা দেখেছি, যেখানে হাসি-খুশিভরা এক কনসার্টের সন্ধ্যা শেষ পর্যন্ত বিলাপবিধ্বংসী এক রাতে পরিণত হয়েছিল; কনসার্টস্থল ও এর আশপাশের বার ও রেস্তেরাঁর সামনে আইসিসের দুর্বৃত্তদের ছোড়া গুলি ও আত্মঘাতী বোমায় প্রাণ হারিয়েছিল ১৩০ জন মানুষ।
বিশ্ব গনমাধ্যম শরণার্থী আর সন্ত্রাসীদের ক্রমাগত সংবাদবার্তায় বিশ্বের মানুষ এখন প্রায় ভুলতেই বসেছে যে সিরিয়া একটি সাধারণ দেশ, যেখানে সাধারণ মানুষ তাদের বেচেঁ থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। কোনো বোমা যখন সেখানে আঘাত হানে, তখন হয়তো কোনো বোন তার পাশে শোয়া ছোট বোনটিকে একটি গল্প শোনাচ্ছিল। অথবা কোনো মা বা বাবা তাদেঁর সন্তানের মুখের খাবার জোড়াড়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন।
আরও দেখুনঃ আন্তর্জাতিক সন্ত্রাসী ইতিকথা pdf বই ডাউনলোড
সামার ইয়াজবেকের শক্তিশালী লেখনী আপনাকে তার প্রথম লাইন থেকেই আকৃষ্ট করবে। তারঁ সাহিত্য রচনার সক্ষমতা এতটাই অপূর্ব যে আপনি খাচাঁয় বন্দী পাখির ডাক শুনতে পাবেন; তারঁ বর্ণনা এতটাই বাস্তব যে আপনি চমৎকার সাজে সজ্জিত নারীর শরীর থেকে ভেসে আসা সুঘ্রাণও নিজের নাকে অনুভব করতে পারবেন।
আর তারপর বোমার একটি আঘাত, আর ধুলায় ধুসরিত প্রান্তরের প্রতিচ্ছবিটিও আপনার চোখের সামনে ফুটে উঠবে। সামার একজন এমন দৃঢ়চেতা নারীলেখক, যিনি নির্বাক দাড়িঁয়ে থাকা পৃথিবীর কোনো তোয়াক্কা করেন না এবং যা তিনি বলতে চান তা বলতে কোনো সংকোচ করেন না।বইয়ের প্রচ্ছদ দেখে আপনি হয়তো ভাববেন, এ তো জানা গল্প। এগুলো আপনি খবরে দেখেছেন, পত্রিকায় পড়েছেন। সিরিয়ার যুদ্ধ তো সেই ২০১১ সাল থেকেই চলছে।
আরও দেখুনঃ বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
নিচে দ্য ক্রসিং pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নবপ্রকাশ বইয়ের ধরণঃ সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 8.72 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ সামার ইয়াজবেক অনুবাদঃ তানজিনা বিনতে নুরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ